আমেরিকায় আবারো গণ গুলিবর্ষণ; আট বছরের শিশুসহ নিহত ৫
https://parstoday.ir/bn/news/world-i122586
আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টোনে এক ব্যক্তি গুলি চালিয়ে তার পাঁচ প্রতিবেশীকে হত্যা করেছে। এরমধ্যে আট বছরের একটি শিশু রয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ৩০, ২০২৩ ১২:৩৯ Asia/Dhaka
  • আমেরিকায় আবারো গণ গুলিবর্ষণ; আট বছরের শিশুসহ নিহত ৫

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টোনে এক ব্যক্তি গুলি চালিয়ে তার পাঁচ প্রতিবেশীকে হত্যা করেছে। এরমধ্যে আট বছরের একটি শিশু রয়েছে।

হত্যাকারী তার বাড়ির উঠানে দাঁড়িয়ে রাইফেল থেকে গুলি ছুঁড়ছিল। গুলির বিকট আওয়াজে বিরক্ত হয়ে পাশের বাড়ির লোকজন তাকে গুলি ছোঁড়া বন্ধ করতে বললে তাতে ক্ষিপ্ত হয়ে ওই রাইফেল দিয়ে সে প্রতিবেশীদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। গুলিতে আহত আট বছরের শিশুটিকে হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
টেক্সাসের সেন জ্যাসিনটো কাউন্টি শরিফের কার্যালয় এই খবর নিশ্চিত করেছে। শেরিফ কার্যালয় বলছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হিউস্টোনের ৫০ মাইল উত্তর-পূর্বে ক্লিভল্যান্ডের একটি বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 
নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন। তাদের মৃতদেহ দোতলার বেডরুমে পড়ে থাকতে দেখা যায়। সেখানে দুটি শিশুকে জীবিত পাওয়া গেছে।
শেরিফ গ্রেগ ক্যাপার্স বলেন, তিনি ধারণা করছেন সম্ভবত ওই দুই নারী শিশু দুটিকে বাঁচিয়ে রাখতে গিয়ে নিজেরা গুলিতে মারা গেছেন। গুলির্বষণে আরো তিন বক্তি আহত হন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।