পাকিস্তানে সন্ত্রাস-বিরোধী অভিযান: ১২ সন্ত্রাসী নিহত কিংবা গ্রেফতার
(last modified Tue, 02 May 2023 11:07:35 GMT )
মে ০২, ২০২৩ ১৭:০৭ Asia/Dhaka
  • পাকিস্তানে সন্ত্রাস-বিরোধী অভিযান
    পাকিস্তানে সন্ত্রাস-বিরোধী অভিযান

পাকিস্তান সেনাবাহিনীর কয়েকটি অভিযানে অন্তত ১২ সন্ত্রাসী হতাহত হয়েছে। পাকিস্তানে বিগত এক বছরে সন্ত্রাসী হামলা ব্যাপকভাবে বেড়ে যাবার প্রেক্ষাপটে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালায়।

পাক সেনাবাহিনীর মুখপাত্র সম্প্রতি বলেছেন, এ সময়ের মধ্যে সন্ত্রাস-বিরোধী ছোট-বড় অন্তত ৮ হাজার অভিযান চালানো হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন সে দেশের সেনাবাহিনীর গণসংযোগ বিভাগ আজ একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে গতরাতব্যাপী সন্ত্রাসী অভিযান চালানো হয়েছে বেলুচিস্তান প্রদেশের উপকণ্ঠে অবস্থিত তাঙ্ক এলাকায়। ওই অভিযানে সন্ত্রাসী নেতাসহ ৩ সন্ত্রাসী নিহত এবং আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদসূত্রগুলো জানিয়েছে উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকাতেও অনুরূপ একটি অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। ওই অভিযানে সন্ত্রাসী নেতাসহ আরও সাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

সেনাবাহিনীর গণসংযোগ বিভাগ আরও জানিয়েছে যেসব সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে তারা পাকিস্তানে বহু সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নিরীহ মানুষ হত্যায় তাদের হাত ছিল। ওই সন্ত্রাসীরা পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিল।#

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।