রাশিয়ার স্মার্ট বোমার কাছে ইউক্রেন অসহায়, প্রয়োজন এফ-১৬ বিমান
(last modified Thu, 04 May 2023 10:53:20 GMT )
মে ০৪, ২০২৩ ১৬:৫৩ Asia/Dhaka
  • রাশিয়ার স্মার্ট বোমার কাছে ইউক্রেন অসহায়, প্রয়োজন এফ-১৬ বিমান

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল ইউরি ইগনাট বলেছেন, রাশিয়ার অত্যন্ত নিখুঁত গাইডেড বোমা মোকাবেলার কোনো উপায় ইউক্রেনের সামনে নেই। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বোমা মোকাবেলার জন্য তিনি এফ-১৬ জঙ্গিবিমানের মতো দীর্ঘ পাল্লার অস্ত্র দিতে পশ্চিমার দেশগুলোর প্রতি আহ্বান জানান।

এক সংবাদ সম্মেলনে কর্নেল ইগনাট দাবী করেন, রাশিয়া প্রতিদিন যুদ্ধক্ষেত্রে অন্তত ২০টি গাইডেড বোমা ব্যবহার করছে। এসব বোমা ৭০ কিলোমিটার দূরের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

কর্নেল ইগনাট বলেন, "আমরা এই ধরনের অস্ত্র মোকাবেলা করতে পারি না এবং আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখানে অকার্যকর। রাশিয়ার বিমান থেকে এ সমস্ত বোমা ব্যবহার করা হলেও ইউক্রেন কোনোভাবেই তা প্রতিরোধ করতে সক্ষম নয়।

তিনি জানান, রাশিয়া সাধারণত এসইউ-৩৪, এসইউ-৩৫ এবং অন্যান্য ট্যাকটিক্যাল বিমান থেকে এরকম গাইডেড বোমা ব্যবহার করে থাকে। এ পরিস্থিতি মোকাবেলায় ইউক্রেনের হাতে জরুরিভাবে দীর্ঘ পাল্লার অস্ত্রের চালান আসা জরুরি যা দিয়ে রাশিয়ার বিমান হামলা মোকাবেলা করা সম্ভব।

কর্নেল ইগনাট আরো জানান, তাদের হাতে সোভিয়েত আমলে নির্মিত এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা দিয়ে ১০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। এফ-১৬ বিমান ব্যবহার করে এই সমস্যার সমাধান সহজেই করা সম্ভব বলে মন্তব্য করেন কর্নেল ইগনাট। তিনি বলেন, ইউক্রেনের হাতে এফ সিক্সটিন বিমান থাকলে রাশিয়া যুদ্ধক্ষেত্রে তার বিমান হামলা কমিয়ে দিতে বাধ্য হবে।#
পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ