টেক্সাসে বন্দুক সহিংসতায় অন্তত ৮ জন নিহত, আহত ৭
https://parstoday.ir/bn/news/world-i122888-টেক্সাসে_বন্দুক_সহিংসতায়_অন্তত_৮_জন_নিহত_আহত_৭
আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের কাছে একটি শপিংমলে একজন বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে অন্তত আটজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৭, ২০২৩ ১১:৪৯ Asia/Dhaka
  • টেক্সাসে বন্দুক সহিংসতায় অন্তত ৮ জন নিহত, আহত ৭

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের কাছে একটি শপিংমলে একজন বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে অন্তত আটজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে।

গতকাল (শনিবার) ওই বন্দুকধারী টেক্সাসের অ্যালেন এলাকার অ্যালেন প্রিমিয়ার আউটলেট মলে এই বন্দুক সহিংসতা  চালায়। পরে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়। শহরের পুলিশ প্রধান ব্রায়ান হারভি বন্দুকধারীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 
স্থানীয় সরকারি কর্মকর্তা জানান, আহতদেরকে নিকটবর্তী ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। অ্যালেন ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জন বয়েড জানান, তার ডিপার্টমেন্টের লোকজন অন্তত ৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেছে। এরমধ্যে দুইজন হাসপাতালে মারা যান।
শহরের মেডিকেল সিটি হেলথকেয়ার জানিয়েছে, সেখানে আটজন আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে যার মধ্যে পাঁচ বছরের শিশু থেকে ৬১ বছর বয়সি মানুষ রয়েছেন। তবে আহতদের অবস্থা কেমন তা মেডিকেল সিটি হেলথ কেয়ার তাদের বিবৃতিতে উল্লেখ করেনি।
আমেরিকায় বন্দুক সহিংসতা মহামারী আকার ধারণ করেছে। চলতি বছর এ পর্যন্ত দেশটিতে অন্তত ১৯৫টি বন্দুক সহিংসতা ঘটেছে। ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত আমেরিকায় বন্দুক সহিংসতায় পাঁচ লাখ ৯১ হাজার ২৬০ জন নিয়ত হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।