পশ্চিম কানাডায় নিয়ন্ত্রণের বাইরে ভয়াবহ দাবানল, ২৫ হাজার মানুষ পালিয়েছে
(last modified Sun, 07 May 2023 05:56:54 GMT )
মে ০৭, ২০২৩ ১১:৫৬ Asia/Dhaka
  • দাবানলে পুড়ছে কানাডার আলাবার্টা
    দাবানলে পুড়ছে কানাডার আলাবার্টা

কানাডার আলবার্টা প্রদেশে ভয়াবহ দাবানলের কারণে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রদেশ জুড়ে অন্তত ১০৩টি দাবানল চলছে যা এরইমধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দাবানলের ভয়াবহতার মুখে আলবার্টা প্রদেশের ২৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়েছে। শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারা একে ‘নজিরবিহীন সংকট’ বলে উল্লেখ করেছেন।

দাবানলের হাত থেকে বাঁচার জন্য আরো হাজার হাজার মানুষ পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছেন। আলবার্টার প্রাদেশিক সরকারের প্রধান ড্যানিয়েল স্মিথ গতকাল (শনিবার) এক সংবাদ সম্মেলনে বলেন, “মানুষের জান-মালের নিরাপত্তা রক্ষায় আমরা রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছি।” এর আগে তিনি সরকারের জরুরি ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
কয়েকদিন আগে ড্যানিয়েল বলেছিলেন, তার প্রদেশে প্রচণ্ড রকমের খরা ও শুষ্ক অবস্থা বিরাজ করছে এবং বহু জায়গায় ছোট ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে যা যে কোন মুহূর্তে বড় রকমের দাবানলের সৃষ্টি করতে পারে। বিশ্বের যে সমস্ত অঞ্চলে বিপুল পরিমাণে জ্বালানি তেল উৎপাদিত হয় আলবার্টা প্রদেশ তার অন্যতম।
সরকারি তথ্য অনুসারে, এ পর্যন্ত ২০টি কমিউনিটির লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে এবং ১ লাখ ২২ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। প্রাদেশিক রাজধানীর ৫৫০ কিলোমিটার উত্তরে একটি এলাকায় ২০টি বাড়ি, একটি জেনারেল স্টোর এবং একটি পুলিশ স্টেশন সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ফেডারেল সরকারের ফায়ার ডেঞ্জার ম্যাপের তথ্য অনুসারে- পুরো এলাকা ভয়াবহ দাবানলের ঝুঁকির মুখে রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ