রাশিয়ার বিরুদ্ধে সত্যিকারের যুদ্ধে লিপ্ত পশ্চিমারা: পুতিন
(last modified Tue, 09 May 2023 13:03:09 GMT )
মে ০৯, ২০২৩ ১৯:০৩ Asia/Dhaka
  • রাশিয়ার বিরুদ্ধে সত্যিকারের যুদ্ধে লিপ্ত পশ্চিমারা: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো তার দেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। তবে ইউক্রেনকে কেন্দ্র করে এই যুদ্ধে চূড়ান্তভাবে আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে বিজয়ী হবে রাশিয়া- এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট।

তিনি বলেন, "আজকে বিশ্ব সভ্যতা আবার চূড়ান্ত একটি টার্নিং পয়েন্টের মুখে রয়েছে। আমাদের দেশের বিরুদ্ধে সত্যিকার অর্থে একটি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে।" দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাদী জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয় বার্ষিকী উপলক্ষে আজ (মঙ্গলবার) মস্কোর রেড স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পুতিন।
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি লোকজনকে রক্ষা এবং পশ্চিমাদের উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে রাশিয়ার স্বার্থ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন ভ্লাদিমির পুতিন। 
পশ্চিমা এলিট গোষ্ঠীর সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট বলেন, এই গোষ্ঠী রাশিয়া ভীতি এবং আগ্রাসী জাতীয়তাবাদের বীজ বপন করছে।"# 

পার্সটুডে/এসআইবি/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ