জার্মানির দৃষ্টান্ত অনুসরণ করুন’
ইউক্রেনকে দূরপাল্লার সমরাস্ত্র সরবরাহ করার আহ্বান জানালেন বোরেল
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে অবিলম্বে দূরপাল্লার সমরাস্ত্র সরবরাহ করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল।
শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে এক বৈঠকের পর তিনি বলেন, “রাশিয়ানরা বহু দূরে বসে ইউক্রেনে হামলা চালাচ্ছে। কাজেই ইউক্রেনীয়দেরও একই সামর্থ্য থাকতে হবে।” তিনি যথাসম্ভব দ্রুত ইউক্রেনের এই প্রয়োজন মেটাতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান।
এরইমধ্যে ইউক্রেনকে দূরপাল্লার সমরাস্ত্র সরবরাহ করায় জার্মানিকে ধন্যবাদ জানান বোরেল। তিনি বলেন, বাকি ইউরোপীয় দেশগুলোর উচিত বার্লিনকে অনুসরণ করা।
জার্মানি সম্প্রতি ইউক্রেনের জন্য ২৯৫ কোটি ডলার মূল্যের সামরিক সহযোগিতা অনুমোদন করেছে যার মধ্যে রয়েছে ট্যাংক, সাঁজোয়া যান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ব্রিটিশ সরকারও গত বৃহস্পতিবার ঘোষণা করেছে, দেশটি অচিরেই ইউক্রেনকে দূরপাল্লার ‘স্টোর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। এর মাধ্যমে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহকারী প্রথম দেশে পরিণত হলো ব্রিটেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বহুবার অত্যাধুনিক সমরাস্ত্র প্রদানের জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়েছেন। বোরেলের সঙ্গে সাক্ষাতের পর কুলেবা পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ করে বলেছেন, “আমরা কখন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে শুরু করব- এই প্রশ্ন করার আগে আমাদের বলুন যে, আপনারা কখন আমাদের সমরাস্ত্রের চাহিদা পুরোপুরি মেটাবেন?”#
পার্সটুডে/এমএমআই/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।