ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ঋণ
(last modified Tue, 16 May 2023 07:31:03 GMT )
মে ১৬, ২০২৩ ১৩:৩১ Asia/Dhaka
  • ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ঋণ

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ঋণ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গ্রিস রয়েছে ইউরো জোনের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত তালিকার এক নম্বরে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। 

 

দেশটির সার্বভৌম মাসিক ঋণের পরিমাণ বেড়ে গত মার্চ মাসে ১৭. ০৮ বিলিয়ন ইউরো বা ১৯.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে মোট ঋণের পরিমাণ ২.৭৯ ট্রিলিয়ন ইউরো বা তিন ট্রিলিয়ন ডলার। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ঋণের সর্বোচ্চ পরিমাণ দাঁড়িয়েছিল ২.৭৮ ট্রিলিয়ন ইউরোতে।

ইতালির কেন্দ্রীয় ব্যাংক বলছে, সরকারি খাতে ৩১.৩ বিলিয়ন ইউরো বা ৩৪ বিলিয়ন ডলার ধার করার কারণে ঋণের পরিমাণ আরও বেড়ে গেছে। 

ইতালির জাতীয় ভোক্তা ইউনিয়নের প্রেসিডেন্ট মাসিমিলিয়ানো ডোনা ঋণের এই রেকর্ডে বিস্ময় প্রকাশ করে বলছেন, নতুন নিয়ন্ত্রিত মুদ্রা নীতির কারণে ঋণের পরিমাণ বেড়েছে।

ডোনার তথ্য মতে, যদি মোট ঋণকে ইতালির জনগণের মধ্যে ভাগ করে দেয়া হয় তাহলে মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়াবে ৪৭ হাজার ৪০৫ ইউরো, পরিবার প্রতি এর পরিমাণ দাঁড়াবে এক লাখ ৬ হাজার ৪৪৬ ইউরোতে।

ইউরো জোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে ইতালি। সেখানে জ্বালানির দাম প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। আর এতে জাতীয় ঋণের পরিমাণ বাড়ছে। ইতালির সরকারি কর্মকর্তারা মুদ্রানীতি নিয়ে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সমালোচনা করে আসছেন। তারা বলছেন, মুদ্রাস্ফীতি কমানোর লক্ষ্যে সুদের হার বাড়ানোর কারণে ইউরো জোনের ওপর অর্থনৈতিক চাপ বেড়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৬

ট্যাগ