কার র‍্যালিতে গোলাগুলি, নিহত অন্তত ১০, আহত ৯
(last modified Mon, 22 May 2023 07:47:45 GMT )
মে ২২, ২০২৩ ১৩:৪৭ Asia/Dhaka
  • কার র‍্যালিতে গোলাগুলি, নিহত অন্তত ১০, আহত ৯

আমেরিকার সীমান্তবর্তী মেক্সিকোর স্যান ভিসেন্ট শহরে আয়োজিত একটি কার র‍্যালিতে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত ও  নয়জন আহত হয়েছে।

দুদিনব্যাপী এই কার র‍্যালির ওপর হামলার কথা নিশ্চিত করেছে শহর কর্তৃপক্ষ।
কার র্যালিতে অংশগ্রহণ করা লোকজন স্থানীয় একটি গ্যাস স্টেশনে সমবেত হয় এবং বেলা আড়াইটার দিকে তাদের ওপর গুলি চালায় একদল বন্দুকধারী। গুলিতে আহত লোকজন ইমার্জেন্সি সার্ভিসে ফোন করে উদ্ধারের জন্য সাহায্য চান। এ সময় বন্দুকধারী লোকজন তাদের গাড়িতে করে পালিয়ে যায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়- দুইজন বন্দুকধারী  কার র‍্যালিতে অংশ নেয়া লোকজনের ওপর গুলি চালাচ্ছে। এছাড়া স্থিরচিত্রে দেখা যায় কয়েক ব্যক্তি তাদের রেসিং কারের সামনে মৃত অবস্থায় পড়ে রয়েছে।
অ্যাটর্নি জেনারেল রিকারডো ইভান কার্পিও সানচেজ এই ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ কমিটি নিযুক্ত করেছেন।

দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।#
পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।