অস্ত্র বহনের স্বাধীনতা আমেরিকায় সাংস্কৃতিক সংঘাতের ক্ষেত্র সৃষ্টি করেছে: বারাক ওবামা
https://parstoday.ir/bn/news/world-i123182
বন্দুকের মালিকানা ও বহনের স্বাধীনতা আমেরিকায় সাংস্কৃতিক সংঘাতের ক্ষেত্র সৃষ্টি করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওই মন্তব্য করেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ১৪, ২০২৩ ১৬:৩৬ Asia/Dhaka
  • বারাক ওবামা
    বারাক ওবামা

বন্দুকের মালিকানা ও বহনের স্বাধীনতা আমেরিকায় সাংস্কৃতিক সংঘাতের ক্ষেত্র সৃষ্টি করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওই মন্তব্য করেছেন।

সম্প্রতি আমেরিকায় গণহারে গুলি বর্ষণের ঘটনা ব্যাপক বেড়ে যাওয়ায় বন্দুক বহনের বৈধতার প্রশ্নে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বারাক ওবামা অস্ত্র বহনের বৈধতার সমালোচনা করলেন।

আমেরিকায় অস্ত্র বহনের স্বাধীনতার কারণে সারা দেশেই সশস্ত্র সহিংসতা এবং গুলিবর্ষণের ঘটনা বেড়ে গেছে। প্রতিদিনই সাধারণ মানুষ গুলির শিকার হচ্ছে। আমেরিকার বেশিলভাগ মানুষ অস্ত্রের মালিকানা ও বহনের স্বাধীনতা বিরুদ্ধে সোচ্চার। দীর্ঘদিন ধরে তারা এ সংক্রান্ত আইন সংস্কারের দাবি জানিয়ে আসছে। কিন্তু

বন্দুক ব্যবসায়ীদের লবি আমেরিকায় এতটাই শক্তিশালী যে কংগ্রেস এখন পর্যন্ত অস্ত্র বহনের ওপর সীমাবদ্ধতা আরোপরে ব্যাপারে কোনো দৃঢ় পদক্ষেপ নিতে পারে নি।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সেদেশে অস্ত্র বহন ও সহিংস সংঘর্ষের সমালোচনা করেছেন। তিনি বলেছেন: তার শাসনকালেই আগ্নেয়াস্ত্র দিয়ে সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী গণহত্যার ঘটনা ঘটেছে। আমেরিকার প্রেসিডেন্টদের ইতিহাসে তার আমলই ছিল রক্তক্ষয়ী গণহত্যার ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ।

আমেরিকায় সহিংসতা, অপহরণ এবং সশস্ত্র হামলার ঘটনা ভয়াবহ রকমে বেড়ে গেছে। প্রতি বছর আমেরিকার বিভিন্ন অঞ্চলে গুলিবর্ষণের ঘটনায় হাজার হাজার মানুষ হতাহত হয়।#

পার্সটুুডে/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।