মে ২৫, ২০২৩ ০৯:১৯ Asia/Dhaka
  • সের্গেই নারিশকিন
    সের্গেই নারিশকিন

ইরানকে নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের চরকায় তেল দেয়ার জন্য আমেরিকা ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার ফরেন গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিন।

ইংরেজি ভাষায় প্রচারিত রুশ নিউজ চ্যানেল রাশা টুডে নারিশকিনের এক বক্তব্য প্রচার করেছে যেখানে তিনি বলছেন, আমেরিকা ও ব্রিটেনের উচিত তাদের অভ্যন্তরীণ সহিংসতার প্রতি মনযোগী হওয়া।

তিনি বুধবার মস্কোয় রুশ গোয়েন্দা কর্মকর্তাদের এক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। নারিশকিন বলেন, চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ায় ক্ষুব্ধ হয়েছে ওয়াশিংটন ও লন্ডন। তারা তেহরান-রিয়াদ সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছে।

রুশ ফরেন গোয়েন্দা প্রধান বলেন, ইরানকে দুর্বল করে ফেলার যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আমেরিকা ও ব্রিটেন নিয়েছে বেইজিং-এর এ উদ্যোগের ফলে তা ক্ষতিগ্রস্ত হতে পারে ভেবে ওয়াশিংটন ও লন্ডন ক্ষুব্ধ।

নারিশকিন বলেন, চীনের কূটনৈতিক উদ্যোগকে নস্যাৎ করা এবং বেইজিং-এর মধ্যস্থতাকারীর ভূমিকা উপেক্ষা করার লক্ষ্যে মার্কিন ও ব্রিটিশ সরকারের এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে। তবে ‘নয়া বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায়’ আমেরিকা বা ব্রিটেনের প্রচেষ্টা আর আগের মতো সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি চীনের মধ্যস্থতায় নিজেদের মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইরান ও সৌদি আরব। রিয়াদ তেহরানে সৌদি রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার পর মঙ্গলবার রিয়াদে ইরানি রাষ্টদূত নিয়োগ দিয়েছে তেহরান।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৫

ট্যাগ