পাল্টা অভিযানের জন্য ছয় মাস ধরে ইউক্রেনের সেনাদের প্রস্তুত করেছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i123616-পাল্টা_অভিযানের_জন্য_ছয়_মাস_ধরে_ইউক্রেনের_সেনাদের_প্রস্তুত_করেছে_আমেরিকা
মার্কিন আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের জন্য প্রায় ছয় মাস ধরে ইউক্রেনের সেনাদেরকে প্রস্তুত করেছে আমেরিকা।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ২৬, ২০২৩ ১৪:১১ Asia/Dhaka
  • ভিক্টোরিয়া নুল্যান্ড
    ভিক্টোরিয়া নুল্যান্ড

মার্কিন আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের জন্য প্রায় ছয় মাস ধরে ইউক্রেনের সেনাদেরকে প্রস্তুত করেছে আমেরিকা।

গতকাল (বৃহস্পতিবার) ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিত এক নিরাপত্তা ফোরামে দেয়া বক্তৃতায় নুল্যান্ড একথা বলেছেন।
 

তিনি আরো বলেন, "ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের যে পরিকল্পনা করেছে তার জন্য আমরা গত ৪-৫ মাস ধরে কাজ করেছি। এরই মধ্যে আমরা ইউক্রেনের সরকার এবং সামরিক ও বেসামরিক মিত্রদের সঙ্গে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করেছি।" মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে তিনি ভিডিও লিংকের মাধ্যমে বক্তৃতা করেন।
ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, রাশিয়ার বিরুদ্ধে হামলা শুরু হবে সম্ভবত ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনের সময় থেকে। আগামী ১১ জুলাই লিথুয়ানিয়ায় ওই সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।


বেশ কয়েক মাস ধরে ইউক্রেনের সরকার বলছে যে, গ্রীষ্মকাল থেকে তারা রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করবে। তবে কিয়েভ সরকার এখন বলছে, তাদের হাতে এই ধরনের অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম নেই।#

পার্সটুডে/এসআইবি/২৬

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।