যুদ্ধের গতি প্রকৃতি তীব্র হয়েছে; মস্কো এবং কিয়েভে ড্রোন হামলা
https://parstoday.ir/bn/news/world-i123802
রাশিয়া এবং ইউক্রেন দুই দেশই জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালে দেশ দুটির রাজধানী শহরে ড্রোন হামলা হয়েছে। অর্থাৎ মস্কো এবং কিয়েভ দুই রাজধানীই হামলার কবলে পড়ে। দুই দেশের মধ্যে যখন যুদ্ধের গতি প্রকৃতি তীব্র হয়েছে তখন একই দিনে দুই দেশের রাজধানী শহরে হামলার খবর বের হলো।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ৩০, ২০২৩ ১৭:২০ Asia/Dhaka
  • যুদ্ধের গতি প্রকৃতি তীব্র হয়েছে; মস্কো এবং কিয়েভে ড্রোন হামলা

রাশিয়া এবং ইউক্রেন দুই দেশই জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালে দেশ দুটির রাজধানী শহরে ড্রোন হামলা হয়েছে। অর্থাৎ মস্কো এবং কিয়েভ দুই রাজধানীই হামলার কবলে পড়ে। দুই দেশের মধ্যে যখন যুদ্ধের গতি প্রকৃতি তীব্র হয়েছে তখন একই দিনে দুই দেশের রাজধানী শহরে হামলার খবর বের হলো।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, সকালে রাজধানীতে ড্রোন হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, দুটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, রাশিয়া আজ সকালে রাজধানী কিয়েভের ওপর ব্যাপকভাবে ড্রোন হামলা চালিয়েছে যাতে একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছে। অবশ্য পরে ইউক্রেনের কর্মকর্তারা আবার জানিয়েছেন যে, ইউক্রেনের সেনারা রাশিয়ার ড্রোন ভূপাতিত করেছে এবং তার ধ্বংসস্তূপের আঘাতে কয়েকজন হতাহত হয়েছে।
ইউক্রেনে কর্মকর্তারা জানিয়েছেন, সকালের ড্রোন হামলা ছিল ভয়াবহ এবং কয়েক দিক থেকে এই হামলা চালানো হয়।#

পার্সটুডে/এসআইবি/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।