‘ইউক্রেনে রুশপন্থিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে কিয়েভ’
ইউক্রেনে চালানো ‘গণহত্যায়’ সমর্থন দিচ্ছে পাশ্চাত্য: রুশ পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের মস্কো-পন্থি অঞ্চলগুলোতে কিয়েভের চালানো ‘গণহত্যায়’ সমর্থন দিচ্ছে। তিনি আরো বলেছেন, ইউক্রেনে ‘রাশিয়ার যা কিছু আছে’ তা ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়নে কিয়েভের পাশে দাঁড়িয়েছে পাশ্চাত্য।
আফ্রিকার দেশ বুরুন্ডির রাজধানী বুজুম্বুরায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ল্যাভরভ। তিনি বলেন, রুশ ভাষাভাষি দোনবাস অঞ্চলে মস্কো-পন্থি নাগরিকদের বিরুদ্ধে ইউক্রেন সরকার যে নিপীড়ন চালাচ্ছে সে ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছে পশ্চিমা দেশগুলো। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এসব থেকে একটি সহজ ফলাফল গ্রহণ করা যায় আর তা হচ্ছে, পাশ্চাত্য ইউক্রেনে সরাসরি গণহত্যাকে সমর্থন করছে।”
এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে লিখেছেন, ২০১৪ সাল থেকে নব্য-নাৎসিরা ইউক্রেনের দোনবাস অঞ্চলের জনগণকে পদ্ধতিগতভাবে নির্মূল করে ফেলার কাজ শুরু করে। এই অপতৎপরতার অবসান ঘটানোর জন্যই রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে বলে তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএমআই/এনএম/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।