বিশ্বের প্রায় ২৪টি দেশের গোয়েন্দা প্রধান বৈঠক করলেন সিঙ্গাপুরে
(last modified Mon, 05 Jun 2023 10:06:26 GMT )
জুন ০৫, ২০২৩ ১৬:০৬ Asia/Dhaka
  • আমেরিকার পক্ষ থেকে এই বৈঠকে অংশ নেন জাতীয় গোয়েন্দা প্রধান অ্যাভরিল হেইন্স (মাঝে)
    আমেরিকার পক্ষ থেকে এই বৈঠকে অংশ নেন জাতীয় গোয়েন্দা প্রধান অ্যাভরিল হেইন্স (মাঝে)

চলতি সপ্তাহে সিঙ্গাপুরে বিশ্বের প্রায় ২৪টি দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা গোপন বৈঠকে মিলিত হয়েছেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলন সাংরিলা ডায়লগ অনুষ্ঠানের পাশাপাশি গোয়েন্দা কর্মকর্তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত পাঁচটি সূত্র নাম প্রকাশ না করা শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, গত কয়েক বছর ধরে নিরাপত্তা সম্মেলনের পাশাপাশি গোয়েন্দা প্রধানদের অংশগ্রহণে এই ধরনের বৈঠক বিভিন্ন স্থানে নিয়মিত হয়ে থাকে তবে আগে কখনো এ বিষয়ে রিপোর্ট করা হয়নি।

সিঙ্গাপুরের এই গোপন বৈঠকে অংশ নিয়েছেন আমেরিকা, ভারত, চীন এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আরো কয়েকটি দেশের গোয়েন্দা প্রধান।

আমেরিকার পক্ষ থেকে এই বৈঠকে অংশ নেন জাতীয় গোয়েন্দা প্রধান অ্যাভরিল হেইন্স, ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের পক্ষে অংশ নেন সামন্ত গোয়েল এবং চীনের একজন প্রতিনিধি।

আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে যে সামরিক ও কূটনৈতিক সংকট চলছে তার প্রেক্ষাপটে এই বৈঠক বিশেষ গুরুত্ববহ বলে উল্লেখ করেছেন কর্মকর্তারা।

কোন কোন সূত্র বলছে, আন্তর্জাতিক অঙ্গনের জন্য এই ধরনের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে গভীর সমঝোতা তৈরি হয়। এবারের বৈঠক সংঘাত নয় ছিল না বরং সহযোগিতামূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

অন্য একটি সূত্র বলছে, গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে অঘোষিত কিছু কোড থাকে যা শুধুমাত্র তারাই জানেন এবং যখন আনুষ্ঠানিক কূটনৈতিক তৎপরতা জটিল হয়ে পড়ে তখন এই কোড ব্যবহার করে এক দেশ অন্য দেশের সঙ্গে কথা বলে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৫

ট্যাগ