ইউক্রেন হেরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: নিকি হ্যালির মন্তব্য
(last modified Tue, 06 Jun 2023 12:20:09 GMT )
জুন ০৬, ২০২৩ ১৮:২০ Asia/Dhaka
  • নিকি হ্যালি
    নিকি হ্যালি

মার্কিন রিপাবলিকান দল থেকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী নিকি হ্যালি বলেছেন, ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার কাছে হারতে দিলে বিশ্বযুদ্ধ শুরু হবে।

সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত সাবেক রিপাবলিকান গভর্নর নিকি হ্যালি রোববার আইওয়া অঙ্গরাজ্যের টাউন হলে দেয়া বক্তৃতায় আরো বলেন, যুদ্ধ প্রতিরোধের জন্যই ইউক্রেনকে অস্ত্র দেয়া হচ্ছে। এর মাধ্যমে আমেরিকার প্রতিদ্বন্দ্বীদের সুস্পষ্ট বার্তা দেয়া হচ্ছে যে, ইউক্রেন যখন জিতবে তখন তাইওয়ান ইসুতে চীন একটি বার্তা পাবে। এই বিজয় ইরানকেও বার্তা দেবে যারা পরমাণু বোমা তৈরি করতে চায়। ইউক্রেনের বিজয় উত্তর কোরিয়া এবং রাশিয়ার জন্যও বার্তা বহন করবে।
নিকি হ্যালি বলেন, "ইউক্রেনকে অস্ত্র দেয়া হচ্ছে তার মধ্যে আমেরিকার বিরাট স্বার্থ রয়েছে, আমেরিকার জাতীয় স্বার্থে ইউক্রেনের বিজয়ী হওয়া উচিত। আমরা এটি শেষ পর্যন্ত দেখতে চাই, বিজয়ের মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চাই।"
কবে এই যুদ্ধ শেষ হবে নিকি হ্যালি সে সম্পর্কে তেমন কোনো ধারণা দিতে পারেননি। তিনি বলেছেন, রাশিয়া যদি সেনাপ্রত্যাহার করে তাহলে এই যুদ্ধ শেষ হবে। নিকি বলেন, যদি যুদ্ধক্ষেত্র থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে। বিশ্বযুদ্ধ ঠেকানোর জন্য এখন কিয়েভকে অস্ত্র দেয়া প্রয়োজন। তিনি ইউক্রেনের বিজয়কে আমেরিকার বিজয় বলে উল্লেখ করেন।#

পার্সটুডে/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ