আন্তর্জাতিক বিচার আদালতকে রাশিয়া
খেরসন বাঁধে গোলাবর্ষণ করেছে ইউক্রেন, বাঁধ ভাঙার জন্য তারাই দায়ী
রাশিয়ার একজন শীর্ষ পর্যায়ের কূটনৈতিক জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতকে বলেছে, খেরসন অঞ্চলের নোভা কাখোভকা বাঁধে গোলাবর্ষণ করেছে ইউক্রেন এবং তাদের এই গোলাতেই বাঁধ ধ্বংস হয়েছে।
সোভিয়েত আমলে নির্মিত এই বাঁধ ভেঙে ফেলার বিষয়ে রাশিয়া এবং ইউক্রেন একে অপরকে দোষারোপ করছে। এ বাঁধ ভেঙে যাওয়ার ফলে মঙ্গলবার রাতে দক্ষিণ ইউক্রেনের যুদ্ধ কবলিত অঞ্চলগুলো বন্যা কবলিত হয়ে পড়ে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যায়।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার হেগের আন্তর্জাতিক বিচার আদালতে রাশিয়ার কূটনীতিক আলেকজান্ডার শুলগিন বলেন, "ইউক্রেন ঘোষণা করেছে যে, রাশিয়া এই বিশাল বাঁধ উড়িয়ে দিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইউক্রেন নিজেই এই কাজটি করেছে।"
রাশিয়ার এই কূটনীতিক বলেন, গত ৬ জুন রাতে কিয়েভ সরকার শুধুমাত্র খেরসনের বাঁধে ব্যাপকভাবে হামলা চালায়নি বরং হামলার আগে এই বাঁধের স্লুইচ গেট বন্ধ করে দিয়ে বিপজ্জনক মাত্রায় এর পানির উচ্চতা বাড়িয়েছিল।
রাশিয়ার প্রতিনিধি আদালতে আরো বলেন, কিয়েভের আসলে নৈতিক কোনোো অবস্থান নেই এবং তারা পূর্ব ইউক্রেনের জনগণের ওপর নিপীড়ন চালিয়ে আসছে। ২০১৪ সালে সহিংস ক্যুর মধ্যদিয়ে ইউক্রেনে এমন একটি সরকার প্রতিষ্ঠা করা হয়েছে যারা উগ্র জাতীয়তাবাদী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত নাৎসি বাহিনীর সহযোগী।
গত মঙ্গলবার খেরসন এলাকার ওই বিশাল বাঁধ ভেঙে ফেলার পর প্রায় ৬০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেখানে পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।