আঙ্কারার রকেট কারখানায় বিস্ফোরণ, পাঁচ শ্রমিক নিহত
https://parstoday.ir/bn/news/world-i124242-আঙ্কারার_রকেট_কারখানায়_বিস্ফোরণ_পাঁচ_শ্রমিক_নিহত
তুরস্কের রাজধানী আঙ্কারার একটি রকেট এবং বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১০, ২০২৩ ১৮:৫৪ Asia/Dhaka
  • আঙ্কারার রকেট কারখানায় বিস্ফোরণ, পাঁচ শ্রমিক নিহত

তুরস্কের রাজধানী আঙ্কারার একটি রকেট এবং বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (শনিবার) এক বিবৃতিতে জানিয়েছে, "রাজধানী আঙ্কারার এলমাদাগ এলাকায় অবস্থিত এমকেই রকেট ও বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণের ফলে ৫ জন শ্রমিক নিহত হয়েছে।" বিস্ফোরণের পরপরই সেখানে ফায়ারফাইটার এবং অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

এরইমধ্যে ঘটনাটির বিচার বিভাগীয় ও প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। এই কারখানার মালিক তুরস্কের মেশিনারি অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা এমকেই। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রকেট এবং বিস্ফোরক দ্রব্যের প্রয়োজন মেটায় এই কারখানা।

আংকারার গভর্নর ভাসিফ শাহীন সাংবাদিকদের জানিয়েছেন, কোনো কর্মী ওই কারখানার মধ্যে আটকা পড়েনি। তিনি জানান, রাসায়নিক বিক্রিয়ার ফলে বিস্ফোরণটি ঘটেছে। তুর্কি গণমাধ্যম বলছে, যে সমস্ত ব্যক্তি আহত হয়েছে তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।