রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
জার্মানির কাছ থেকে আরো ট্যাংক চায় কিয়েভ
জার্মানির কাছ থেকে আরো লেপার্ড টু ট্যাঙ্ক পাওয়া ইউক্রেনের জন্য এই মুহূর্তে খুবই জরুরি। জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের সাবেক রাষ্ট্রদূত আন্দ্রে মেল্কিন এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যখন কথিত পাল্টা সামরিক অভিযান শুরু করেছে এবং রুশ সেনাদের হাতে জার্মানির দেয়া বহুসংখ্যক ট্যাংক ধ্বংস হয়েছে তখন আন্দ্রে মেলকিন জার্মানির কাছে আরো ট্যাংক দাবী করলেন।
জার্মান পত্রিকা তাগেসপিগেলকে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেনের সাবেক রাষ্ট্রদূত বলেন, বর্তমানে তার দেশ পশ্চিমা দেশগুলো থেকে যেভাবে সমর্থন পাচ্ছে তার চেয়ে আরো অনেক বেশি সমর্থন পাওয়া দরকার।
গত বছরের জুলাই পর্যন্ত মেল্কিন জার্মানিতে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু বহুবার বিতর্কিত মন্তব্য করার কারণে তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। বর্তমানে তিনি দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১২