ইউক্রেনের ৭ গ্রাম পুনরুদ্ধারের দাবি প্রত্যাখ্যান করল রাশিয়া
(last modified Tue, 13 Jun 2023 03:55:46 GMT )
জুন ১৩, ২০২৩ ০৯:৫৫ Asia/Dhaka
  • ইউক্রেনের ৭ গ্রাম পুনরুদ্ধারের দাবি প্রত্যাখ্যান করল রাশিয়া

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি গ্রামে দেশটির সেনাবাহিনীর হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। কিয়েভ এসব গ্রাম রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে পুনরুদ্ধার করার যে দাবি করেছিল তাও প্রত্যাখ্যান করেছে মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে, ভেলিকা নোভোসিলকা শহরের কাছে ইউক্রেনের সেনারা তিনটি আলাদা হামলা চালিয়েছিল এবং রাশিয়ার সেনারা তার সবগুলো ব্যর্থ করে দিয়েছে। রাশিয়ার নিয়ন্ত্রিত দোনেস্ক অঞ্চলের এসব গ্রাম সোমবার পুনর্দখলের দাবি করেছিল ইউক্রেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দোনেস্কের প্রতিবেশী জাপোরিজ্জয়া অঞ্চলের লেভাদনে গ্রামেও ইউক্রেনের হামলা প্রতিহত করা হয়েছে। 

এর আগে সোমবার সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছিলেন, তার দেশের সেনাবাহিনী এসব অঞ্চলের সাতটি গ্রাম পুনর্দখল করেছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী গান্না মালিয়ারও টেলিগ্রাম অ্যাপে দেয়া এক বার্তায় দাবি করেছিলেন, ‘সাতটি গ্রাম মুক্ত’ করা হয়েছে।

এর আগে জেলেনস্কি গত শনিবার ঘোষণা করেন, রাশিয়ার বিরুদ্ধে  তার দেশ পাল্টা হামলা শুরু করেছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর থেকে এতদিন কিয়েভ রুশ হামলা প্রতিহত করে আসছিল। এই প্রথম ঘোষণা দিয়ে পাল্টা হামলা শুরু করল ইউক্রেন।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ