‘মার্কিন নিষেধাজ্ঞার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে’
https://parstoday.ir/bn/news/world-i124372-মার্কিন_নিষেধাজ্ঞার_মাধ্যমে_আন্তর্জাতিক_আইন_লঙ্ঘন_হচ্ছে’
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের জন্য মার্কিন নিষেধাজ্ঞা অঞ্চল-বহির্ভূত পদক্ষেপ এবং এর মধ্যদিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৩, ২০২৩ ১৫:২৫ Asia/Dhaka
  • ‘মার্কিন নিষেধাজ্ঞার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে’

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের জন্য মার্কিন নিষেধাজ্ঞা অঞ্চল-বহির্ভূত পদক্ষেপ এবং এর মধ্যদিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

মালয়েশিয়ার ইংরেজি পত্রিকা ‘দ্যা স্ট্রেইটস টাইমস’কে দেয়া এক সাক্ষাৎকারে এ বক্তব্য দিয়েছেন তিনি। রোববার তার এ সাক্ষাৎকার প্রকাশ করা হয়। এতে তিনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান চালানোর জন্য আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নিষেধাজ্ঞার মাঝে সাদৃশ্য তুলে ধরেন।

বোরেল বলেন, “প্রকৃতপক্ষে নিষেধাজ্ঞা শব্দটি ইউরোপীয় কোনো চুক্তিতে নেই বরং ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ শব্দ দুটি ব্যবহার করা হয়েছে। আমরা কিছু কাজ সীমিত করে দিয়েছি যেমন রাশিয়া থেকে গ্যাস কেনা এবং রাশিয়ার কাছে ইলেকট্রনিক পণ্য বিক্রি করা যা অস্ত্র তৈরিতে কাজে লাগে।”

জোসেফ বোরেল দাবি করেন, “ইউরোপীয় ইউনিয়নের প্রতিরোধমূলক ব্যবস্থা এবং আমেরিকার আরোপ করা নিষেধাজ্ঞার মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন পদক্ষেপ নিয়েছে কিন্তু বাইরের অঞ্চল থেকে এসে নয়। ইন্দোনেশিয়ার কোনো কোম্পানিকে আমাদের আইন মেনে চলতে বাধ্য করতে পারি না কিন্তু আমেরিকা তা পারে, সবাইকে তাদের নিষেধাজ্ঞা মেনে চলতে হয়। আমরা একে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করি।" বোরেল বলেন, “আমরা তৃতীয় দেশের ওপর নিজেদের আইন চাপিয়ে দেয়াতে বিশ্বাসী নই, সে কারণে আমরা ভারতীয় কোম্পানির ওপর রাশিয়ার তেল কেনার বিষয়ে নিষেধাজ্ঞা দিতে পারি না।”

পার্সটুডে/এসআইবি/১৩