ইউক্রেনকে 'লৌহদণ্ড'  হিসেবে ব্যবহার করছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i124404-ইউক্রেনকে_'লৌহদণ্ড'_হিসেবে_ব্যবহার_করছে_আমেরিকা
রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে এবং নিজের স্বার্থ হাসিলের জন্য আমেরিকা ইউক্রেনকে ব্যবহার করছে, এ বিষয়ে ইউক্রেনের কতটা ক্ষয়ক্ষতি হলো তা নিয়ে ওয়াশিংটনের কোনো মাথা ব্যথা নেই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৪, ২০২৩ ১৩:৪৯ Asia/Dhaka
  • ইউক্রেনকে 'লৌহদণ্ড'  হিসেবে ব্যবহার করছে আমেরিকা

রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে এবং নিজের স্বার্থ হাসিলের জন্য আমেরিকা ইউক্রেনকে ব্যবহার করছে, এ বিষয়ে ইউক্রেনের কতটা ক্ষয়ক্ষতি হলো তা নিয়ে ওয়াশিংটনের কোনো মাথা ব্যথা নেই।

আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলী অ্যান্টোনভ টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন। তিনি সরাসরি বলেন, আমেরিকাই ইউক্রেন সংকটকে গভীর থেকে গভীরে নিয়ে গেছে। আমেরিকা নতুন করে ইউক্রেনের জন্য ৩২ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করার পর এসব কথা বললেন রাশিয়ার রাষ্ট্রদূত।
ইউক্রেন পরিস্থিতিকে ভয়াবহ ট্রাজেডির দিকে ঠেলে দেয়ার জন্য তিনি আমেরিকাকে দায়ী করেন। 
অ্যান্টোনভ বলেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার জন্য আমেরিকা শুধু নিজেই অস্ত্র দিচ্ছে না বরং আরো কয়েক ডজন দেশকে অস্ত্র সরবরাহ করার জন্য চাপ দিচ্ছে। এই লক্ষ্য অর্জনের জন্য ইউক্রেনের কতটা ক্ষয়ক্ষতি হলো সেদিকে আমেরিকার কোনো চিন্তা নেই।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।