স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া; পড়ল জাপানের পানিসীমায়
(last modified Fri, 16 Jun 2023 09:19:16 GMT )
জুন ১৬, ২০২৩ ১৫:১৯ Asia/Dhaka
  • স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া; পড়ল জাপানের পানিসীমায়

কোরীয় উপত্যকায় দক্ষিণ কোরিয়া ও জাপানের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়ার মধ্যেই উত্তর কোরিয়া দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গতকাল (বৃহস্পতিবার) নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র দু’টি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) পানিসীমায় পড়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাংবাদিকদের এ তথ্য জানান।

বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি (ইইজেড) জাপানের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। জাপানের সংসদীয় প্রতিরক্ষা উপমন্ত্রী কিমি ওনোদা বলেন, ‘ইইজেডের ভেতরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়েছে।

এছাড়া, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশুদা বলেন, “আজকের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আইনের লঙ্ঘন এবং এটি একটি বেপরোয়া পদক্ষেপ যা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে উসকানি বাড়িয়ে দেয়।” জাপান এ ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

দুই সপ্তাহ আগে জাপান দক্ষিণ ওকিনাওয়া অঞ্চলের জন্য ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা চালু করে। এ সময় পিয়ংইয়ং মহাকাশে একটি উপগ্রহ স্থাপনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, উৎক্ষেপণের পরপরই স্যাটেলাইটটি সমুদ্রে বিধ্বস্ত হয়। কারণ, এটির উড্ডয়নের সময় একটি ‘দুর্ঘটনা ঘটেছিল’।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৬