আগামী মাসে জেলেনস্কির সঙ্গে বৈঠকে আগে বাইডেনের দাবি
ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি সহজ হবে না: মার্কিন প্রেসিডেন্ট
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি সহজ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ন্যাটোর সদস্যপদ পেতে হলে ইউক্রেনকে বিশেষ কিছু আয়োজন সম্পন্ন করতে হবে।
রাশিয়া যখন ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি ঠেকাতে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে দেশটিতে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে তখন একথা বললেন বাইডেন।
তিনি বলেন, কিয়েভকে সবার আগে তার সামরিক বাহিনীকে ন্যাটোর অপর সদস্য দেশগুলোর সমকক্ষ হিসেবে তৈরি করতে হবে। তাদেরকে সমমানে উন্নীত হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, কাজেই বিষয়টি অতোটা সহজ নয়।
ওয়াশিংটনের নিকটবর্তী একটি সামরিক ঘাঁটি পরিদর্শন করতে গিয়ে শনিবার এসব কথা বলেন বাইডেন। তিনি দাবি করেন, ন্যাটোতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য কিয়েভের সামনে যেসব শর্ত রয়েছে তা রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের কারণে শিথিল করা হবে না।
বাইডেন এমন সময় এ বক্তব্য দিলেন যখন ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ শুক্রবার ব্রাসেলসে বলেছেন, জোটের শীর্ষ নেতারা আগামী মাসে লিথুয়ানিয়ার রাজধানী ভিলিনিয়াসে প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন।ওই বৈঠকে নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।#
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।