'কিয়েভের সেনারা জানে রাশিয়ার বিরুদ্ধে তাদের বিজয়ের সম্ভাবনা নেই'
(last modified Thu, 22 Jun 2023 04:25:54 GMT )
জুন ২২, ২০২৩ ১০:২৫ Asia/Dhaka
  • 'কিয়েভের সেনারা জানে রাশিয়ার বিরুদ্ধে তাদের বিজয়ের সম্ভাবনা নেই'

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের বিরুদ্ধে বিজয়ের সম্ভাবনা একেবারেই নেই -এই বিষয়টি বুঝতে পারার পর ইউক্রেনের সেনারা তাদের কথিত পাল্টা সামরিক অভিযান বন্ধ করেছে।

গতকাল (বুধবার) ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেন। তিনি রাশিয়ার সেনা এবং কমান্ডারদেরকে ইউক্রেনের বিরুদ্ধে সাহসী অভিযান পরিচালনার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি বলেন, "আমার মনে হয় রাশিয়ার বিরুদ্ধে শত্রুদের বিজয়ের কোনো সম্ভাবনা নেই এ বিষয়টি তারা বুঝতে পেরেছে এবং বুঝেই তারা তাদের পাল্টা অভিযান বন্ধ করেছে।"
ইউক্রেনের সরকার কয়েক মাস আগে থেকে বলে আসছিল যে, তারা রাশিয়ার বিরুদ্ধে আগামী বসন্তে পাল্টা সামরিক অভিযান শুরু করবে। অবশেষে গত ৪ জুন তারা এই অভিযান শুরু করলেও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এবং কয়েক হাজার সেনা মারা গেছে। 
পুতিন বলেন, ইউক্রেনের পাল্টা অভিযান প্রতিহত করতে গিয়ে রাশিয়ার সেনাদের হাতে শত্রু পক্ষের ২৪৫টি ট্যাংক এবং ৬৭৮টি আর্মার্ড ভেহিকেল ধ্বংস হয়েছে। তিনি বলেন,  কিয়েভের সেনারা বর্তমানে তাদের ব্রিগেডগুলোকে পুনর্গঠন করার চেষ্টা করছে যা মারাত্মকভাবে আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তারা এ কথা বুঝতে পেরেছে যে, যে হারে ইউক্রেনের সেনারা মৃত্যুর মুখে পড়েছে তাতে তাদের পুরো বাহিনীর যুদ্ধ ক্ষমতা শেষ হয়ে যাবে। বর্তমানে তারা রাশিয়ার বিরুদ্ধে কোনো অভিযান চালাচ্ছে না; শুধুমাত্র নিয়মিত কিছু গোলবর্ষণ করছে এবং নজরদারি তৎপরতা চালাচ্ছে।#


পার্সটুডে/এসআইবি/২২

 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ