ওয়াগনার গ্রুপের সামরিক অভ্যুত্থানের চেষ্টা
রোস্তভ অন-ডন শহরের রাস্তায় রাস্তায় ট্যাংক
রাশিয়ার বেসামরিক কোম্পানি ওয়াগনার গ্রুপের পক্ষ থেকে সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালানোর পর রোস্তভ অন-ডন শহরের রাস্তায় রাস্তায় ট্যাংক ও সেনা বহনকারী আর্মার্ড ভেহিকেল নামানো হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, বেসরকারি সামরিক প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের যোদ্ধারা দেশে সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চালিয়েছে। এরপর সামাজিক মাধ্যমগুলোতে নজিরবিহীন এসব ভিডিও ছড়িয়ে পড়ে।
একটি ভিডিওতে দেখা যায়- দুটি ট্যাংক একটি ক্রসরোডে মোতায়েন করা হয়েছে এবং ট্যাংকের আশপাশে কয়েকজন পদাতিক সেনা অবস্থান করছেন। তার সামান্য কিছু দূরে একটি সামরিক ট্রাক এবং একটি কম্ব্যাট ভেহিকেল দাঁড়িয়ে রয়েছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় মিলিটার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের কাছেই এই ভিডিও করা হয়।
অন্য একটি ভিডিও ক্লিপে দেখা যায়, রাশিয়ার মেইন ব্যাটল ট্যাংকের একটি বহর এগিয়ে যাচ্ছে। বহরের সাথে রয়েছে একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার।
তার পেছনে আরো বেশ কিছু আর্মার্ড ভেহিকেল এবং কয়েকটি অস্ত্রসজ্জিত পিকআপকে ট্যাঙ্ক বহর অনুসরণ করতে দেখা যায়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন যে বিদ্রোহমূলক তৎপরতা শুরু করেছেন তা রাশিয়ার পিঠে ছুরি মারার শামিল। একই সঙ্গে ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের বিরুদ্ধে মস্কো এবং আশপাশের অঞ্চলে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তিনি।#
পার্সটুডে/এসআইবি/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।