রাশিয়ায় আরো রক্তপাত দেখতে চেয়েছিল আমেরিকা: সিএনএন
রাশিয়ার বেসামরিক সেনা কোম্পানি ওয়াগনার গ্রুপ যে অভ্যুত্থান প্রচেষ্টা চালিয়েছে তাতে রাশিয়ায় আরো বেশি রক্তপাত ঘটার আশা করেছিল আমেরিকা।
মার্কিন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিএনএন আজ (সোমবার) এ খবর দিয়েছে। গত ২৪ জুন ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন অভিযোগ করেন, তার সেনা সদস্যদের ওপর রাশিয়ার নিয়মিত সামরিক বাহিনী মারাত্মক ধরন হামলা চালাবে এবং রাশিয়ার অভ্যন্তরে আরো বেশী রক্তপাত ঘটবে।
একটি সূত্র সিএনএনকে বলেছে, আমেরিকা আশা করেছিল রাশিয়ার নিয়মিত সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের বিরুদ্ধে আরো কড়া প্রতিরোধ ব্যবস্থা নেবে যাতে অনেক বেশি রক্তপাত হয়।ওয়াশিংটনের গোয়েন্দা সম্প্রদায় দাবি করেছে, তাদের কাছে আগেই এই বিদ্রোহ প্রচেষ্টার তথ্য পৌঁছেছিল।
আমেরিকার স্থানীয় গণমাধ্যমগুলো এই খবর দিয়েছে। কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যদি এই বিদ্রোহ ও অভ্যুত্থান প্রচেষ্টা সফল হতো তাহলে অনেক বেশি রক্তপাত হতো।একটি সূত্র সিএনএন-কে বলেছে, "আমরা হিসাব করেছিলাম যে, ঘটনাটি আরো অনেক বড় আকারে ঘটতে যাচ্ছে যাতে প্রচুর পরিমাণে রক্তপাত ঘটবে।"
গত শুক্রবার সন্ধ্যায় ওয়াগনার গ্রুপের প্রধান অভিযোগ করেন, তার অনুগত যোদ্ধাদের ওপর রাশিয়ার সেনারা কেমন আছো হামলা চালিয়েছে এবং বহু যোদ্ধা হতাহত হয়েছে। রুশ সরকার এই অভিযোগ অস্বীকার করে। পাশাপাশি গ্রুপের বিদ্রোহ দমনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তবে এই রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে রাশিয়ার সেনারা অনেক বেশি কঠোর ব্যবস্থা নেয়নি।#
পার্সটুডে/এসআইবি/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।