আমরা পুতিন সরকারকে উৎখাত করতে চাইনি: ওয়াগনার প্রধান
https://parstoday.ir/bn/news/world-i124866-আমরা_পুতিন_সরকারকে_উৎখাত_করতে_চাইনি_ওয়াগনার_প্রধান
রাশিয়ার প্যারা মিলিটারি গ্রুপ ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বলেছেন, সম্প্রতি তার অনুগত যোদ্ধারা যে বিদ্রোহ করেছে তার লক্ষ্য পুতিন সরকারকে উৎখাত করা ছিল না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৭, ২০২৩ ১৩:০০ Asia/Dhaka
  • আমরা পুতিন সরকারকে উৎখাত করতে চাইনি: ওয়াগনার প্রধান

রাশিয়ার প্যারা মিলিটারি গ্রুপ ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বলেছেন, সম্প্রতি তার অনুগত যোদ্ধারা যে বিদ্রোহ করেছে তার লক্ষ্য পুতিন সরকারকে উৎখাত করা ছিল না।

গতকাল (সোমবার) ১১ মিনিটের এক রেকর্ড করা বার্তায় প্রিগোজিন এ দাবি করেন। তিনি বলেন, মস্কো অভিমুখে ওয়াগনার গ্রুপের সদস্যদের মার্চ করার মূল লক্ষ্য ছিল বিক্ষোভ-প্রতিবাদ করা, সরকার উৎখাত করা নয়। তিনি দাবি করেন, এই বিদ্রোহের আরেকটি লক্ষ্য ছিল- তার বাহিনীকে নিরস্ত্র করা থেকে রক্ষা করা।

ওয়াগনার গ্রুপের প্রধান এসব দাবি করলেও রুশ সরকার ২৪ জুনের ওই ঘটনাকে বিদ্রোহ হিসেবে দেখছে। 

২৪ ঘন্টার কিছু কম সময় ধরে ওয়াগনার বাহিনী তাদের বিদ্রোহী তৎপরতা অব্যাহত রাখে। শেষ পর্যন্ত বেলারুশের মধ্যস্থতায় রুশ সরকারের সঙ্গে ওয়াগনার গ্রুপের আলোচনা হয় এবং প্রিগোজিন মস্কোর পথ থেকে তার সেনাদেরকে ফিরিয়ে নেন। এ সময় দুপক্ষের মধ্যে চুক্তি হয় যে, ওয়াগনার গ্রুপ তাদের বিদ্রোহী তৎপরতা বন্ধ করবে এবং রুশ সরকার ওয়াগনার গ্রুপের কোনো সদস্যকে বিচারের আওতায় আনবে না।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৭