ইরানে বিদেশি শরণার্থীদের ব্যয়ভার শেয়ার করুন
(last modified Thu, 29 Jun 2023 10:00:11 GMT )
জুন ২৯, ২০২৩ ১৬:০০ Asia/Dhaka
  • ইরানে বিদেশি শরণার্থীদের ব্যয়ভার শেয়ার করুন

ইরানে বসবাসরত বিদেশি শরণার্থীদের ব্যয়ভার ভাগাভাগি করতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার কারণে বিপুল সংখ্যক শরণার্থীর ব্যয়ভার বহন করা ইরানের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে।

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে গতকাল (বুধবার) ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি এ আহ্বান জানান। তিনি বলেন, চরম আর্থিক দুরবস্থার মধ্যে ইরানকে এককভাবে প্রায় ৫০ লাখ বিদেশি শরণার্থীর ব্যয় বহন করতে হচ্ছে।

তিনি বলেন, “বিশ্বের বহু দেশ থেকে আগত শরণার্থীরা ইরানে অবস্থান করছে এবং এদের বেশিরভাগই হচ্ছে আফগানিস্তান থেকে আসা আমাদের ভাই ও বোন।” ওয়াহিদি বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরান ‘মানবিক’ কারণে বিদেশি শরণার্থীদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে উদার নীতি গ্রহণ করেছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কিন্তু এত বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়ে বহির্বিশ্ব থেকে তেমন কোনো পৃষ্ঠপোষকতা তেহরান পায়নি। তিনি বলেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর উচিত এসব শরণার্থীর ভরণপোষণ বাবদ ইরানকে আর্থিক সহযোগিতা করা।

ওয়াহিদি আরো বলেন, শরণার্থীদের একটি বড় অংশ তাদের ঘরবাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছে পশ্চিমা দেশগুলোর ভুল ও দুরভিসন্ধিমুলক নীতির কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি থেকে বাঁচতে। উদাহরণ হিসেবে তিনি ফিলিস্তিনের কয়েক মিলিয়ন শরণার্থীর কথা উল্লেখ করে বলেন, ইসরাইলের প্রতি পশ্চিমাদের সামরিক সহযোগিতা ও ফিলিস্তিনিদের বিরুদ্ধ তেল আবিবের দমন অভিযানের ব্যাপারে পাশ্চাত্যের নীরবতা ফিলিস্তিনি শরণার্থী সংকট সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ