ইউক্রেনে সিআইয়ের ভূমিকা ফাঁস করল নিউজ উইক
(last modified Thu, 06 Jul 2023 08:10:56 GMT )
জুলাই ০৬, ২০২৩ ১৪:১০ Asia/Dhaka
  • ইউক্রেনে সিআইয়ের ভূমিকা ফাঁস করল নিউজ উইক

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে সহযোগিতার জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বিশেষ ভূমিকা পালন করছে।

তবে এই সংস্থাটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কির কোন কর্মকাণ্ড এবং অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারে না। জেলেনস্কিকে অনেকটা আনপ্রেডিক্টেবল বলে মনে করে সিআইএ।

একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম' নিউজ উইক গতকাল (বুধবার) এ খবর দিয়েছে। নিউজ উইকে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের কেন্দ্রীয় ভূমিকায় রয়েছে সিআইএ, এমনকি যুদ্ধ শুরুর আগে থেকেই তারা সেখানে তৎপর ছিল।

প্রবন্ধের লেখক উইলিয়াম আর্কিন জানিয়েছেন, ২০২২ সালের জানুয়ারি মাসে সিআইএ প্রধান উইলিয়াম বার্নস মস্কো সফর করেন  তবে সে সময় ইউক্রেনে অভিযান না চালানোর ব্যাপারে রাশিয়াকে রাজি করাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত তিনি অন্তত আমেরিকার কর্তৃত্ব মেনে নেয়ার কথা বলেন মস্কোকে।

তিন মাস অনুসন্ধান চালানোর পর আর্কিন তার এই নিবন্ধ লিখেছেন তবে কোন সূত্রের নাম তিনি এতে উল্লেখ করেননি। নিবন্ধে তিনি স্বীকার করেছেন, ইউক্রেনের বাইরে পোল্যান্ডের মাটিতে সিআই গোপন ঘাঁটি পরিচালনা করছে এবং সেখান থেকে ইউক্রেনের সেনাদের অনেক ক্ষেত্রে অত্যাধুনিক ও নতুন অস্ত্রের প্রশিক্ষণ পর্যন্ত তারা দিচ্ছে।

ইউক্রেনের বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা তৎপর হলেও তারা কখনো রাশিয়া সেনাদের সাথে সরাসরি সংঘাতে জড়িত হয়নি বরং বিষয়টি সযত্নে এড়িয়ে চলেছে। রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের বহু দেশ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে রাশিয়ার বিরুদ্ধে তৎপর রয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের খবর বের হলেও এবারই প্রথম নিউজ উইক মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র ভূমিকা নিয়ে পরিষ্কার রিপোর্ট প্রকাশ করল।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ