ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠাবে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i125242-ইউক্রেনে_ক্লাস্টার_বোমা_পাঠাবে_আমেরিকা
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনের কাছে ক্লাস্টার বোমা পাঠানোর পরিকল্পনা করেছে আমেরিকা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৭, ২০২৩ ১৪:৫৩ Asia/Dhaka
  • ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠাবে আমেরিকা

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনের কাছে ক্লাস্টার বোমা পাঠানোর পরিকল্পনা করেছে আমেরিকা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) তিন মার্কিন কর্মকর্তা বলেন, এবার ইউক্রেনকে আমেরিকা যে অস্ত্র সহযোগিতা দেবে তাতে ক্লাসটার বোমাসহ হাউইটজার কামান থাকবে। ধারণা করা হচ্ছে- আজ শুক্রবারই নতুন এই সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করা হবে।

মানব সভ্যতার জন্য ঝুঁকি এবং এর ক্ষয়ক্ষতির ভয়াবহ অগ্রহণযোগ্য মাত্রা বিবেচনা করে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ক্লাস্টার বোমা নিষিদ্ধ করা হয়েছে।

ক্লাস্টার বোমায় ছোট ছোট কয়েক ডজন বোমা থাকে যা বিশাল এলাকাজুড়ে বিস্ফোরিত হয়। এ ধরনের বোমায় বেশিরভাগ ক্ষেত্রে বেসামরিক লোকজন হতাহত হওয়ার ঘটনা ঘটে। তবে এই বোমা প্রধানত নিষিদ্ধ করা হয়েছিল এই কারণে যে, এই বোমা নিক্ষেপ করার পরে বহু বছর পর্যন্ত অবিস্ফোরিত অবস্থায় থাকতে পারে এবং তা সবসময় বেসামরিক নাগরিকদের জন্য বিশেষ করে শিশুদের জন্য ভয়াবহ ঝুঁকির কারণ।

২০১০ সালে একটি আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে ক্লাস্টার বোমার উৎপাদন, পরিবহন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেন ছাড়া বিশ্বের ১০০’র বেশি দেশ এই চুক্তিতে সই করেছে।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।