অবশেষে ইউক্রেনকে গুচ্ছ বোমা সরবরাহের সিদ্ধান্ত চূড়ান্ত করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i125282-অবশেষে_ইউক্রেনকে_গুচ্ছ_বোমা_সরবরাহের_সিদ্ধান্ত_চূড়ান্ত_করল_আমেরিকা
গুচ্ছ বোমা ব্যবহারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ইউক্রেনকে এই বিতর্কিত গণবিধ্বংসী অস্ত্র সরবরাহ করার বেপরোয়া সিদ্ধান্ত ঘোষণা করেছে আমেরিকা। ইউক্রেন সরকার দীর্ঘদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছে গুচ্ছবোমা সরবরাহ করার আবেদন জানিয়ে আসছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৮, ২০২৩ ১২:১৭ Asia/Dhaka
  • অবশেষে ইউক্রেনকে গুচ্ছ বোমা সরবরাহের সিদ্ধান্ত চূড়ান্ত করল আমেরিকা

গুচ্ছ বোমা ব্যবহারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ইউক্রেনকে এই বিতর্কিত গণবিধ্বংসী অস্ত্র সরবরাহ করার বেপরোয়া সিদ্ধান্ত ঘোষণা করেছে আমেরিকা। ইউক্রেন সরকার দীর্ঘদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছে গুচ্ছবোমা সরবরাহ করার আবেদন জানিয়ে আসছে।

হোয়াইট হাউজ শুক্রবার জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে সক্ষম করে তুলতে ক্ল্যাস্টার বা গুচ্ছবোমার প্যাকেজ সরবরাহ করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত ‘অত্যন্ত কঠিন’ হলেও ইউক্রেনের সেনাবাহিনী ‘অস্ত্রশূন্য’ হয়ে পড়ছে বলে সিদ্ধান্তটি নিতে হয়েছে।

বাইডেন দাবি করেন, “ইউক্রেনকে এই অস্ত্র সরবরাহ করলে তারা রুশ বাহিনীকে প্রতিহত করতে পারবে, তা না হলে পারবে না। কাজেই  আমার মনে হয় তাদের এই অস্ত্র প্রয়োজন।”

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ইউক্রেনকে গুচ্ছবোমার প্যাকেজ সরবরাহ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

মানব সভ্যতার জন্য ঝুঁকি এবং এর ক্ষয়ক্ষতির ভয়াবহ অগ্রহণযোগ্য মাত্রা বিবেচনা করে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ক্লাস্টার বোমা নিষিদ্ধ করা হয়েছে।

ক্লাস্টার বোমায় ছোট ছোট কয়েক ডজন বোমা থাকে যা বিশাল এলাকাজুড়ে বিস্ফোরিত হয়। এ ধরনের বোমায় বেশিরভাগ ক্ষেত্রে বেসামরিক লোকজন হতাহত হওয়ার ঘটনা ঘটে। তবে এই বোমা প্রধানত নিষিদ্ধ করা হয়েছিল এ কারণে যে, এই বোমা নিক্ষেপ করার পরে বহু বছর পর্যন্ত অবিস্ফোরিত অবস্থায় থাকতে পারে এবং তা সবসময় বেসামরিক নাগরিকদের জন্য বিশেষ করে শিশুদের জন্য ভয়াবহ ঝুঁকির কারণ।

২০১০ সালে একটি আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে ক্লাস্টার বোমার উৎপাদন, পরিবহন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেন ছাড়া বিশ্বের ১০০’র বেশি দেশ এই চুক্তিতে সই করেছে।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।