ঝাপোরিজ্জিয়ায় রুশ সাংবাদিক নিহত: গুচ্ছবোমা হামলার অভিযোগ মস্কোর
(last modified Sun, 23 Jul 2023 09:19:57 GMT )
জুলাই ২৩, ২০২৩ ১৫:১৯ Asia/Dhaka
  • নিহত সাংবাদিক রোস্তিস্লাভ ঝুরাভলেভ
    নিহত সাংবাদিক রোস্তিস্লাভ ঝুরাভলেভ

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ঝাপোরিজ্জিয়া অঞ্চলে ইউক্রেনের হামলায় রাশিয়ার এক সাংবাদিক নিহত ও আরো তিন সাংবাদিক আহত হয়েছেন।  ইউক্রেন গতকাল (শনিবার) গুচ্ছবোমা ব্যবহার করে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নিহত সাংবাদিক রোস্তিস্লাভ ঝুরাভলেভ রাশিয়ার আরআইএ বার্তা সংস্থার যুদ্ধ বিষয়ক প্রতিবেদক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় রোস্তিস্লাভসহ চার সাংবাদিক আহত হন। তাদের উদ্ধার করে আনার সময় রোস্তিস্লাভ মারা যান। আহত তিন সাংবাদিকের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, এ হামলা নৈতিকতার চূড়ান্ত সীমা অতিক্রম করেছে।  রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোস্তিস্লাভের মৃত্যু পশ্চিমা শক্তি ও কিয়েভের হাতে সংঘটিত ‘একটি জঘন্য ও পূর্বপরিকল্পিত অপরাধ’। তবে এ ঘটনায় কিয়েভের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইউক্রেনের বিরুদ্ধে গুচ্ছবোমা ব্যবহার করে হামলার অভিযোগ আনলেও এই বিষয়ে কোনও প্রমাণ সরবরাহ করেনি মস্কো। চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে গুচ্ছ বোমা পেয়েছে ইউক্রেন। তবে এই অস্ত্র কেবল শত্রু পক্ষের সৈন্যদের ছত্রভঙ্গ করে দিতেই ব্যবহার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল কিয়েভ।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ