‘ইউক্রেনে মানবকি সংকট দেখা দিতে পারে’
ইউক্রেনকে গুচ্ছবোমা দেয়ার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করল বেইজিং
-
ইউক্রেনের জাপোরোজ্জিয়া শহরে একটি ধ্বংসপ্রাপ্ত হাসপাতালের চিত্র।
ইউক্রেনকে নিষিদ্ধ গুচ্ছবোমা দেয়ার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার ঘোর বিরোধিতা করেছে চীন। বেইজিং বলেছে, এর ফলে ইউক্রেন যুদ্ধে ‘মানবিক সমস্যা’ দেখা দেবে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন সরকারের এ সিদ্ধান্তে গোটা আন্তর্জাতিক সমাজে উদ্বেগ দেখা দিয়েছে। বহু দেশ আমেরিকাকে এ কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।মাও বলেন, চীন সরকার বিশ্বাস করে উত্তেজনা ও ইউক্রেনের সঙ্কট যাতে বাড়তে না পারে সেজন্য সংশ্লিষ্ট পক্ষের উচিত আগুনে ঘি ঢালা থেকে বিরত থাকা।
ওয়াশিংটন গত শুক্রবার ঘোষণা করে, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে সহযোগিতা করার জন্য ইউক্রেনকে গুচ্ছবোমা সরবরাহ করা হবে।
মানব সভ্যতার জন্য ঝুঁকি এবং এর ক্ষয়ক্ষতির ভয়াবহ অগ্রহণযোগ্য মাত্রা বিবেচনা করে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ক্লাস্টার বোমা নিষিদ্ধ করা হয়েছে। ২০১০ সালে একটি আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে ক্লাস্টার বোমার উৎপাদন, পরিবহন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেন ছাড়া বিশ্বের ১০০’র বেশি দেশ এই চুক্তিতে সই করেছে।#
পার্সটুডে/এমএমআই/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।