পোল্যান্ডের প্রায় অর্ধেক জনগণ ইউক্রেনের ন্যাটো জোটের সদস্য পদের বিরোধী
https://parstoday.ir/bn/news/world-i125404-পোল্যান্ডের_প্রায়_অর্ধেক_জনগণ_ইউক্রেনের_ন্যাটো_জোটের_সদস্য_পদের_বিরোধী
পোল্যান্ডের প্রায় অর্ধেক মানুষ ন্যাটো জোটে ইউক্রেনের সদস্য পদ লাভের বিরোধী। এক জনমত জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১১, ২০২৩ ১৮:০৪ Asia/Dhaka
  • মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ
    মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ

পোল্যান্ডের প্রায় অর্ধেক মানুষ ন্যাটো জোটে ইউক্রেনের সদস্য পদ লাভের বিরোধী। এক জনমত জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে।

আইবিআরআইএস এবং আরজেকপোসপোলিটা পত্রিকার পক্ষ থেকে পরিচালিত জরিপে দেখা যায়- পোল্যান্ডের ৪৭.৭ ভাগ জনগণ ন্যাটো জোটে ইউক্রেনের সদস্য পদের পক্ষে নয়।

অন্যদিকে দেশটির ৪০ ভাগ জনগণ ইউক্রেনের সদস্য পদের প্রতি সমর্থন জানিয়েছে। বাকি লোকজন এ ব্যাপারে কোনো মতামত দেয়নি।

এদিকে, গতকাল (সোমবার) পোল্যান্ডের প্রেসিডেন্ট দুদা বলেন, ন্যাটো জোটে ইউক্রেনের সদস্য পদে ছাড়া দেশটির নিরাপত্তা কল্পনাও করা যায় না। একইভাবে তিনি ইউরোপীয় ইউনিয়নেও ইউক্রেনের সদস্যপদ দেয়ার পক্ষে ওকালতি করেছেন।

এর আগে গত সপ্তাহে পোল্যান্ডের প্রেসিডেন্ট আশাবাদ জানিয়েছিলেন যে, শিগগিরই ইউক্রেনের সদস্যপদ পাওয়ার প্রথম পদক্ষেপ সম্পন্ন হবে।ইউক্রেনের সরকারি কর্মকর্তারা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য পদ লাভের জন্য অনেক আগে থেকেই পীড়াপিড়ি করছেন।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।