আফ্রিকা সফরের শেষ পর্যায়ে প্রেসিডেন্ট রায়িসি; পৌঁছেছেন জিম্বাবুয়েতে
https://parstoday.ir/bn/news/world-i125496
আফ্রিকার তিন দেশ সফরের শেষ পর্যায়ে রয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি। তিনি আফ্রিকা সফরের শেষ দেশ হিসেবে আজ (বৃহস্পতিবার) জিম্বাবুয়ে পৌঁছান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ১৩, ২০২৩ ১৭:৩২ Asia/Dhaka
  • আফ্রিকা সফরের শেষ পর্যায়ে প্রেসিডেন্ট রায়িসি; পৌঁছেছেন জিম্বাবুয়েতে

আফ্রিকার তিন দেশ সফরের শেষ পর্যায়ে রয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি। তিনি আফ্রিকা সফরের শেষ দেশ হিসেবে আজ (বৃহস্পতিবার) জিম্বাবুয়ে পৌঁছান।

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন এমনানগাগোয়া তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসিকে বহনকারী বিমান হারারের রবার্ট গ্রাবরিয়েল মুগাবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে।

প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের শক্তিশালী প্রতিনিধি দল রয়েছে।আশা করা হচ্ছে আজই দুই প্রেসিডেন্ট রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হবেন। পাশাপাশি ইরান ও জিম্বাবুয়ের প্রতিনিধি দল দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো বিস্তৃত করার জন্য বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবে।

ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানানোর জন্য হারারে বিমানবন্দরে বিপুল সংখ্যক সাধারণ নাগরিক উপস্থিত ছিল। তাদের হাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এবং সন্ত্রাসবা-বিরোধী লড়াইয়ের আইকন জেনারেল কাসেম সুলাইমানির ছবি ছিল।

জিম্বাবুয়ের সফরে পৌঁছানোর আগে প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি কেনিয়া এবং উগান্ডা সফর করেন। এ দুই দেশ সফরের সময় নয়টি চুক্তি ও সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়।#

পার্সটুডে/এসআইবি/১৩

 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।