ইতালির রাষ্ট্রদূতকে তলব করল ইরান
https://parstoday.ir/bn/news/world-i125524
সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খাল্ক গোষ্ঠী বা এমকেও'র একজন রিংলিডারকে আশ্রয় দেয়ার প্রতিবাদ জানাতে ইতালির রাষ্ট্রদূতেরকে তলব করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ১৪, ২০২৩ ১৬:১২ Asia/Dhaka
  •  ইতালির রাষ্ট্রদূতকে তলব করল ইরান

সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খাল্ক গোষ্ঠী বা এমকেও'র একজন রিংলিডারকে আশ্রয় দেয়ার প্রতিবাদ জানাতে ইতালির রাষ্ট্রদূতেরকে তলব করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইতালির জাতীয় সংসদ সম্প্রতি সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খালকের রিং লিডার মরিয়ম রাজাভিকে ইতালিতে আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

গতকাল (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক মাজিদ নিলি আহমদ আবাদি ইতালির রাষ্ট্রদূত জিসেপে পেরেনোকে তলব করে ইতালির জাতীয় সংসদের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। 

মাজিদ নিলি ইতালির রাষ্ট্রদূতকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান। সন্ত্রাসী রিং লিডার মরিয়ম রাজাভির সঙ্গে ইতালির কয়েকজন আইন প্রণেতার বৈঠকের সমালোচনা করে মাজিদ নিলি বলেন, এটি সন্ত্রাসবাদকে উস্কানি দেয়া এবং মদদ দেয়ার সুস্পষ্ট উদাহরণ।

তিনি বলেন, যেকোনো ভাবেই হোক না কেন সন্ত্রাসবাদের প্রতি পৃষ্ঠপোষকতাকে ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনো বরদাস্ত করবে না। তিনি বলেন, ইরান সবসময় অন্য দেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে এবং বাকস্বাধীনতা রক্ষা ও আইনি পরিকাঠামোর মধ্য থেকে কাজ করে। মাজিদ নিলি বলেন, বিশ্বের সমস্ত সভ্য দেশ সন্ত্রাসীদের শাস্তি চায়। এর বিরুদ্ধে সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা এবং অনুমোদন দেয়ার অর্থ হচ্ছে- আইনের শাসন ওবাকস্বাধীনতা ধ্বংস করা।#

পার্সটুডে/এসআইবি ১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।