ইউক্রেনের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি
আমরা গুচ্ছবোমা দিয়েই জবাব দেব: প্রেসিডেন্ট পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের বিরুদ্ধে নিষিদ্ধ গুচ্ছবোমা ব্যবহার করার ব্যাপারে ইউক্রেনকে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন এ কাজ করলে মস্কো একই অস্ত্র প্রয়োগ করে জবাব দেবে।
পুতিন রোববার রুশ গণমাধ্যমগুলোর সঙ্গে আলাপকালে বলেন, তার দেশে বিভিন্ন ধরনের গুচ্ছবোমার বিশাল ভাণ্ডার রয়েছে এবং ইউক্রেন এ ধরনের অস্ত্র ব্যবহার করলে মস্কোও একই ধরনের পাল্টা ব্যবস্থা নেবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো পাল্টা ব্যবস্থা নেয়ার অধিকার সংরক্ষণ করে। তিনি স্পষ্ট করে জানান, ইউক্রেনের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের কোনো কোনো পর্যায়ে প্রচলিত সমরাস্ত্রের ঘাটতি দেখা দেয়া সত্ত্বেও গুচ্ছবোমা ব্যবহার করেনি রাশিয়া; যদিও মস্কোর কাছে উল্লেখযোগ্য পরিমাণে গুচ্ছবোমা রয়েছে। পুতিন বলেন, “এখন পর্যন্ত আমরা তা করিনি এবং প্রয়োজনও হয়নি।”
রাশিয়ার প্রেসিডেন্ট তার বক্তব্যের একাংশে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গুচ্ছ বোমা ব্যবহারকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে এবং তিনি ওয়াশিংটনের এই অবস্থানকে সমর্থন করেন।
সম্প্রতি আমেরিকা থেকে ইউক্রেনের কাছে নিষিদ্ধ গুচ্ছবোমা আসতে শুরু করেছে। যদিও আমেরিকার মিত্র দেশগুলোর পাশাপাশি বিশ্বের বহু দেশ এই পদক্ষেপের বিরোধিতা করেছে।#
পার্সটুডে/এমএমআই/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।