বেসামরিক স্থাপনা ও অবকাঠামোর ওপর হামলা পরিহার করা উচিত:
ক্রিমিয়া ব্রিজে ইউক্রেনের হামলায় চীনের প্রতিক্রিয়া
ক্রিমিয়া ব্রিজে ইউক্রেনের হামলার কথা ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ (মঙ্গলবার) বলেছেন: বেসামরিক স্থাপনা ও অবকাঠামোর ওপর হামলা পরিহার করা উচিত।
রাশিয়ার জাতীয় কাউন্টার-টেররিজম কমিটি গতকাল (সোমবার) ঘোষণা করেছে: কিয়েভ চালকবিহীন দুটি সাবমেরিন ব্যবহার করে ক্রিমিয়া ব্রিজের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। ওই হামলায় ব্রিজটির গাড়ি চলাচলের কিছু অংশ ধ্বংস হবার পাশাপাশি দুইজন নিহত এবং একটি শিশু আহত হয়েছে।
স্পুতনিকের ভাষ্যমতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ওই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন: সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
এই চীনা কূটনীতিক বলেন: বেইজিং আশা করে যুদ্ধে জড়িত পক্ষগুলো এই সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার ব্যবস্থা নেবে এবং এই সংকটপূর্ণ পরিস্থিতির উন্নয়নে যৌথভাবে সহযোগিতা করবে। মাও নিং আরও বলেছেন: শস্য চুক্তিতে অংশগ্রহণকারীরা আলোচনা ও পরামর্শের মাধ্যমে বৈশ্বিক খাদ্য নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে সমাধান করতে সক্ষম হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন: শস্য চুক্তি কার্যত বাতিল হয়ে গেছে। ওই চুক্তিতে পুনরায় ফিরতে হলে মস্কোকে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।#
পার্সটুডে/এনএম/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।