ক্রিমিয়ায় হামলার জন্য ইউক্রেনের ওপর প্রতিশোধমূলক হামলা চালালো রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i125704
ক্রিমিয়া উপদ্বীপের ওপর হামলা চালানোর প্রতিশোধ হিসেবে ইউক্রেনের কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের এসব স্থাপনা ক্রিমিয়ার ওপর সন্ত্রাসী হামলার জন্য ব্যবহার করা হতো। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৮, ২০২৩ ১৯:১০ Asia/Dhaka
  • ক্রিমিয়ায় হামলার জন্য ইউক্রেনের ওপর প্রতিশোধমূলক হামলা চালালো রাশিয়া

ক্রিমিয়া উপদ্বীপের ওপর হামলা চালানোর প্রতিশোধ হিসেবে ইউক্রেনের কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের এসব স্থাপনা ক্রিমিয়ার ওপর সন্ত্রাসী হামলার জন্য ব্যবহার করা হতো। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের ওডেসা অঞ্চলের কয়েকটি লক্ষ্যবস্তুর ওপর সমুদ্র থেকে নিখুঁত অস্ত্রের সাহায্যে হামলা চালানো হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনাদের হামলার পর ইউক্রেনের লক্ষ্যবস্তুগুলোতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
এর আগে আজই ইউক্রেন থেকে একযোগ ক্রিমিয়ার ওপর হামলা চালানোর চেষ্টা করে ইউক্রেনের সেনারা তবে রাশিয়ার সামরিক বাহিনী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সে হামলা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেয়।#
পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।