ইরাকে সুইডেনের দূতাবাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
https://parstoday.ir/bn/news/world-i125770-ইরাকে_সুইডেনের_দূতাবাসে_আগুন_দিল_বিক্ষুব্ধ_জনতা
সুইডেনের রাজধানী স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কুরআন পড়ানোর যে পরিকল্পনা করা হয়েছে তার প্রতিবাদে ইরাকের বিক্ষুব্ধ জনগণ বাগদাদের সুইডিশ দূতাবাসে আগুন দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২০, ২০২৩ ১৩:১৪ Asia/Dhaka
  • ইরাকে সুইডেনের দূতাবাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

সুইডেনের রাজধানী স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কুরআন পড়ানোর যে পরিকল্পনা করা হয়েছে তার প্রতিবাদে ইরাকের বিক্ষুব্ধ জনগণ বাগদাদের সুইডিশ দূতাবাসে আগুন দিয়েছে।

আজ (বৃহস্পতিবার) খুব সকালের দিকে শত শত মানুষ এই কূটনৈতিক মিশনের দিকে এগিয়ে যায়। ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল-সাদর তার সমর্থকের প্রতি বিক্ষোভের আহ্বান জানানোর পর সুইডিশ দূতাবাসে আগুন দেয়ার ঘটনা ঘটলো।

এ সম্পর্কে একটি ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে যাতে দেখা যাচ্ছে বহু সংখ্যক বিক্ষুব্ধ মানুষ সুইডেনের দূতাবাসে হামলা চালাচ্ছে। আরেকটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে দূতাবাসে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়া উড়ছে। এ সময় নানা রকমের স্লোগান দেয় বিক্ষুব্ধ লোকজন।

একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিক্ষোভ এবং অগ্নিকাণ্ডের সময় দূতাবাসের কোনো কর্মকর্তা কর্মচারী ক্ষতিগ্রস্ত হননি। তবে রয়টার্স এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি।

সুইডেন সরকার স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি দিয়েছে। আজ ওই কর্মসূচি পালন করবে কিছু উগ্রবাদী লোক। এর প্রতিবাদে বাগদাদে সুইডিশ দূতাবাসে অগ্নিসংযোগ করা হলো। সুইডেনে আশ্রয় নেয়া এক ইরাকি নাগরিক গত মাসে স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআনে আগুন দেয়। এ বিষয়ে সুইডেনের একটি আদালত থেকে অনুমতি নিয়েছিল ওই উগ্রবাদী। এর প্রতিবাদে মুসলিম বিশ্বে ক্ষোভ এবং নিন্দার ঝড় বয়ে যায়।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।