৪০ দেশ ব্রিকসে যোগ দেয়ার আগ্রহ দেখিয়েছে: দক্ষিণ আফ্রিকা
(last modified Fri, 21 Jul 2023 08:46:58 GMT )
জুলাই ২১, ২০২৩ ১৪:৪৬ Asia/Dhaka
  • ৪০ দেশ ব্রিকসে যোগ দেয়ার আগ্রহ দেখিয়েছে: দক্ষিণ আফ্রিকা

উদীয়মান অর্থনীতির দেশগুলোকে নিয়ে গঠিত জোট ব্রিকসে যোগদানের জন্য অন্তত ৪০টি দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী মাসে ব্রিকসের পরবর্তী শীর্ষ সম্মেলনের আগে এ ঘোষণা দিল প্রিটোরিয়া।

গতকাল (বৃহস্পতিবার) ব্রিকসে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত অনিল শুকলাল বলেন, ২২ দেশ এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেয়ার আবেদন জানিয়েছে। তিনি আরো বলেন, প্রায় সমান সংখ্যক দেশ অনানুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। এদের মধ্যে বৈশ্বিক দক্ষিণের প্রায় সব বড় দেশ রয়েছে বলে তিনি জানান।

দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ শহরে ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ব্রিকসের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে এই জোটে নতুন সদস্যদেশ গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে ধারনা করা হচ্ছে। এখন পর্যন্ত যেসব দেশ আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে বা অনানুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছে সেসব দেশের মধ্যে রয়েছে ইরান, ভেনিজুয়েলা, আলজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও আর্জেন্টিনা।

এনডিবি

২০০৬ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে এই জোট গঠিত হয়েছিল। এই পাঁচ দেশে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার বসবাস এবং বৈশ্বিক অর্থনীতির প্রায় এক-পঞ্চমাংশ এসব দেশ নিয়ন্ত্রণ করে।

জোটভুক্ত দেশগুলো এ পর্যন্ত অর্থনীতি, বাণিজ্য, রাজনীতি, নিরাপত্তা এবং প্রযুক্তি খাতে পরস্পরের কাছ থেকে ব্যাপকভাবে লাভবান হয়েছে। এর ফলে এই জোটে নতুন নতুন দেশ যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।

প্রধান যে কারণে এই জোটে বহু দেশ যোগ দিতে চায় সেটি হলো, এটি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর প্রভাবমুক্ত একটি সংগঠন। এখানে মার্কিন ডলারকে পাশ কাটিয়ে বিকল্প মুদ্রায় বাণিজ্য করার বিষয়টি নিয়ে জোরদার আলোচনা হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/২১

ট্যাগ