জুলাই ২৮, ২০২৩ ১৮:১২ Asia/Dhaka
  • ইউক্রেন সংঘাত অবসানের অর্থ হলো আফ্রিকার মানুষের জীবন বাঁচানো

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত অবসানের অর্থ হচ্ছে আফ্রিকার হাজার হাজার মানুষের জীবন বাঁচানো যারা কৃষ্ণ সাগর অঞ্চল থেকে রপ্তানি করা খাদ্য এবং অন্যান্য সামগ্রীর ওপর নির্ভরশীল। আফ্রিকান ইউনিয়নের চেয়ার এবং কমোরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানি গতকাল (বৃহস্পতিবার) সেন্ট পিটার্সবার্গের দুই দিনব্যাপী রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় একথা বলেছেন।

তিনি রাশিয়া এবং ইউক্রেনকে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে বলেন, ২০২২ সালে যে শস্য রপ্তানি বিষয়ক চুক্তি হয়েছিল তা পুনর্বহাল করতে হবে। আসুমানি বলেন, “আজকে একথা বলা ছাড়া আমার কোনো উপায় নেই যে, রাশিয়া-ইউক্রেন সংকটের সাথে এই অংশীদারিত্বের ভবিষ্যত হুমকির মুখে পড়বে- যদি সংকট অব্যাহত থাকে। অতএব, এই আমদানির ওপর নির্ভরশীল হাজার হাজার লোককে বাঁচানোর চেষ্টা করার জন্য আমাদের সংকটের একটি সমাধান খুঁজে বের করতে হবে।"
তিনি আরো বলেন, “আফ্রিকার অর্থনৈতিক খাদ্য নিরাপত্তা বিশেষভাবে বিপন্ন হবে কারণ মহাদেশটি সরবরাহ বাধার কারণে খাদ্যের মূল্য বৃদ্ধির ধাক্কায় মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। ইউক্রেন এবং রাশিয়া থেকে আমাদের মহাদেশে নিরাপদে খাদ্যশস্য এবং সার সরবরাহ নিশ্চিত করার জন্য একটি সমাধান খুঁজে বের করার জন্য আমরা সব পক্ষের কাছে আবেদন জানাচ্ছি।”
আন্তর্জাতিক মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সই হওয়া খাদ্যশস্য চুক্তির মেয়াদ চলতি মাসের শুরুর দিকে শেষ হয়ে যায় এবং মস্কো তা আর মেয়াদ বাড়াতে রাজি হয়নি। মস্কো বলছে, চুক্তি অনুসারে রাশিয়ার খাদ্যশস্য এবং কৃষিপণ্য রপ্তানির যে সুযোগ দেয়ার কথা ছিল তা পূরণ করা হয়নি। এছাড়া, ইউক্রেন থেকে শতকরা ৭০ ভাগের বেশি খাদ্যশস্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত ধনী দেশগুলোতে অথবা মধ্য আয়ের দেশগুলোতে পাঠানো হয়েছে, আফ্রিকার গরিব দেশগুলোকে দেয়া হয়নি।#
পার্সটুডে/এসআইবি/২৮

ট্যাগ