নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন জেনারেল চিয়ানি
https://parstoday.ir/bn/news/world-i126140-নিজেকে_প্রেসিডেন্ট_ঘোষণা_করলেন_জেনারেল_চিয়ানি
আফ্রিকার দেশ নাইজারে নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান এবং সামরিক অভ্যুত্থানের নেতা জেনারেল আবদুর রহমানে চিয়ানি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে দুদিন আগে জেনারেল চিয়ানির অনুগত বাহিনী ক্ষমতাচ্যুত করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৯, ২০২৩ ১২:৩০ Asia/Dhaka
  • নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন জেনারেল চিয়ানি

আফ্রিকার দেশ নাইজারে নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান এবং সামরিক অভ্যুত্থানের নেতা জেনারেল আবদুর রহমানে চিয়ানি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে দুদিন আগে জেনারেল চিয়ানির অনুগত বাহিনী ক্ষমতাচ্যুত করে।

রাশিয়া টুডে’র খবরে বলা হয়েছে, শুক্রবার নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশনে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন জেনারেল চিয়ানি। এ সংক্রান্ত ঘোষণায় বলা হয়েছে, মাতৃভূমির নিরাপত্তা নিশ্চিত করতে যে জাতীয় পরিষদ গঠন করা হয়েছে তার প্রেসিডেন্ট এখন চিয়ানি। এর কিছুক্ষণ পরেই টেলিভিশনে হাজির হন ৬২ বছর বয়সী এই জেনারেল। এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

২০১৫ সালে নাইজারের এলিট ইউনিটের প্রধান হিসেবে নিযুক্ত হন চিয়ানি। দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহামাদু ইসোফুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে চিয়ানির। ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন ইসোফু। গত বুধবার প্রেসিডেন্টের বাসভবন দখলে নিয়ে প্রেসিডেন্ট বাজুমকে গ্রেপ্তার করেন চিয়ানি।

প্রেসিডেন্ট বাজুম এখনো বিদ্রোহী সেনা সদস্যদের হাতে বন্দী। তবে তিনি সুস্থ আছেন বলে ধারণা করা হচ্ছে। আফ্রিকান ইউনিয়ন, পশ্চিম আফ্রিকান আঞ্চলিক ব্লক, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় এই সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে। তবে সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল আমাদু আবদুর রাহমানে  সেনা অভ্যুত্থানের পক্ষে যুক্তি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “আমরা দুঃশাসনের জন্য পরিচিত একটি সরকারের পতন ঘটিয়েছি।”

২০২১ সালে গণতান্ত্রিক উপায়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন বাজুম। তিনি দায়িত্ব নেয়ার আগেই তার বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টা চালায় সেনাবাহিনীর একটি অংশ। ওই সময় জেনারেল চিয়ানি সেই অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দেন। কিন্তু তিনিই আবার দু বছর পর ক্ষমতা দখল করলেন। এরই মধ্যে প্রেসিডেন্ট বাজুমের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। কিন্তু সেসব আহ্বানে সাড়া না দিয়ে দুইদিন পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতা দখল করল সেনাবাহিনী।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৯