প্রেসিডেন্ট পুতিনের মন্তব্য
রাশিয়ার জন্য ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য হতে চায় যা রাশিয়ার জন্য বাস্তব হুমকি। ইউক্রেনের এই তৎপরতা রাশিয়া কোনভাবেই সহ্য করবে না। গতকাল (শুক্রবার) আফ্রিকার কয়েকটি দেশের নেতাদেরকে প্রেসিডেন্ট পুতিন এ কথা বলেন।
তিনি বলেন, সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত সমস্ত তথ্য প্রমাণ বলছে ইউক্রেন সবসময় কাগজে কলমে একটি নিরপেক্ষ দেশ ছিল। প্রেসিডেন্ট পুতিন ১৯৯০ সালের ঘোষণার কথা উল্লেখ করে বলেন, ওই ঘোষণায় সোভিয়েত ইউনিয়ন ইউক্রেনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করে যেটি "স্থায়ীভাবে নিরপেক্ষ দেশ" হওয়ার চেষ্টা করবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, "ইউক্রেনের নিরপেক্ষ থাকার রাশিয়ার জন্য মৌলিকভাবে গুরুত্বপূর্ণ। কেন ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো ন্যাটো জোটে নিতে চায় তা আমাদের কাছে পরিষ্কার। তবে এটি সৃষ্টি করা হয়েছে, আমার মতে ইউক্রেনের ন্যাটো জোটে যোগ দেয়া রাশিয়ার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। মস্কো তার দোরগোড়ায় একটি শত্রু সামরিক জোটের উপস্থিতি মেনে নিতে পারে না।”#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৯