ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন ভূপাতিত করল রাশিয়ার সেনারা
https://parstoday.ir/bn/news/world-i126316-ক্রিমিয়ায়_ইউক্রেনের_ড্রোন_ভূপাতিত_করল_রাশিয়ার_সেনারা
ইউক্রেনের সেভাস্তোপোল এলাকার আকাশ থেকে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইউক্রেন ড্রোন হামলা চালানোর মাত্রা বাড়িয়ে দেয়ার পর নতুন করে এই ঘটনা ঘটলো।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
আগস্ট ০২, ২০২৩ ১৫:০১ Asia/Dhaka
  • ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন ভূপাতিত করল রাশিয়ার সেনারা

ইউক্রেনের সেভাস্তোপোল এলাকার আকাশ থেকে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইউক্রেন ড্রোন হামলা চালানোর মাত্রা বাড়িয়ে দেয়ার পর নতুন করে এই ঘটনা ঘটলো।

সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ গতকাল (মঙ্গলবার) সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানান, কারা-কোবা অঞ্চলে এই ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি জানান, যখন ড্রোনটি মাটিতে পড়ে তখন একটি বিস্ফোরণ ঘটে এবং সেখানে আগুন ধরে যায়। এতে সেখানকার ঝোপ-জঙ্গল এবং ঘাসে আগুন ধরে যায়। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে তলব করা হয়। 

এদিকে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, মঙ্গলবার দিনগত রাতে রাজধানীতে কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়।
তিনি সামাজিক মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, একই বহুতল ভবনে এর আগে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া কয়েকটি ড্রোন মস্কোর ওপর দিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করলে সেগুলো বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে ধ্বংস করা হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর দুই দিন আগে রাজধানী মস্কোকে লক্ষ্য করে ইউক্রেন তিনটি ড্রোন দিয়ে হামলা চালায় তবে একটি ড্রোন রাজধানীতে বিধ্বস্ত হয়। এরপর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের সামরিক বাহিনী একটি সন্ত্রাসী হামলা নস্যাৎ করেছে এবং মস্কোর পশ্চিমাঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত করেছে। অন্য একটি ড্রোনকে রেডিও-ইলেকট্রনিক সরঞ্জাম দিয়ে ধ্বংস করা হয়। এ ঘটনার পর মস্কোরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর অল্প সময়ের জন্য বন্ধ রাখা হয়।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।