ফ্রান্সের সাথে সামরিক সম্পর্ক বাতিল করছে নাইজারের জান্তা সরকার
https://parstoday.ir/bn/news/world-i126420-ফ্রান্সের_সাথে_সামরিক_সম্পর্ক_বাতিল_করছে_নাইজারের_জান্তা_সরকার
নাইজারের জান্তা সরকার ফ্রান্সের সঙ্গে সামরিক সম্পর্ক বাতিলের ঘোষণা দিয়েছে। পাশাপাশি প্যারিসকে হুমকি দিয়ে বলেছে, তারা যেন আফ্রিকার এ দেশটিতে কোনো রকমের হস্তক্ষেপ না করে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৪, ২০২৩ ১৭:৪৩ Asia/Dhaka
  • ফ্রান্সের সাথে সামরিক সম্পর্ক বাতিল করছে নাইজারের জান্তা সরকার

নাইজারের জান্তা সরকার ফ্রান্সের সঙ্গে সামরিক সম্পর্ক বাতিলের ঘোষণা দিয়েছে। পাশাপাশি প্যারিসকে হুমকি দিয়ে বলেছে, তারা যেন আফ্রিকার এ দেশটিতে কোনো রকমের হস্তক্ষেপ না করে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

গত সপ্তাহে জেনারেল আব্দুর রহমান তিয়ানির নেতৃত্বে নাইজারের সামরিক বাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে।

গতকাল বৃহস্পতিবার টেলিভিশন ভাষণে জান্তা সরকারের একজন প্রতিনিধি বলেছেন, নাইজার খুব শিগগিরি ফ্রান্সের সাথে সমস্ত সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করবে। যে চুক্তির বলে ফ্রান্স নাইজারে ১৫০০ সেনা মোতায়েন করেছে তাও বাতিল করা হবে।

এর আগে গতকাল দিনের শুরুর দিকে ৬৩তম স্বাধীনতা দিবসে জেনারেল তিয়ানির জান্তা সরকার ফ্রান্স ২৪ টেলিভিশন চ্যানেল এবং রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের সিগনাল ব্ন্ধ করে দেয়। ৬৩ বছর আগে নাইজার ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করেছিল।

দ্যা ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেইটস বা ইকোওয়াস এরইমধ্যে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে শুক্রবারের মধ্যে ক্ষমতায় পুনর্বহাল করার জন্য নাইজারের সামরিক জান্তাকে সময়সীমা বেধে দিয়েছে; অন্যথায় দেশটিতে সামরিক হস্তক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে ইকোওয়াস। নাইজারের দক্ষিণের প্রতিবেশী দেশ নাইজেরিয়া এরইমধ্যে সীমান্তে সেনা মোতায়েন শুরু করেছে।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।