আমেরিকার স্বার্থ আর দেখছে না ইসরাইল; সম্পর্ক পুনর্বিবেচনা প্রয়োজন
https://parstoday.ir/bn/news/world-i126464-আমেরিকার_স্বার্থ_আর_দেখছে_না_ইসরাইল_সম্পর্ক_পুনর্বিবেচনা_প্রয়োজন
আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সিনিয়র ডিরেক্টর স্টিভেন সাইমন বলেছেন, মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বকে সমর্থন করে এলেও তারা আমেরিকার কৌশলগত স্বার্থ রক্ষা করছে না। ফলে তেল আবিবের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনমূল্যায়ন করা প্রয়োজন হয়ে পড়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৫, ২০২৩ ১৮:২৪ Asia/Dhaka
  • আমেরিকার স্বার্থ আর দেখছে না ইসরাইল; সম্পর্ক পুনর্বিবেচনা প্রয়োজন

আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সিনিয়র ডিরেক্টর স্টিভেন সাইমন বলেছেন, মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বকে সমর্থন করে এলেও তারা আমেরিকার কৌশলগত স্বার্থ রক্ষা করছে না। ফলে তেল আবিবের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনমূল্যায়ন করা প্রয়োজন হয়ে পড়েছে। 

নতুন একটি বইয়ে স্টিভেন সাইমন একথা বলেছেন। তিনি দীর্ঘদিন ধরে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাইমন বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের উচিত ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করা।
সাইমন মার্কিন-ইসরাইল সম্পর্কের বর্তমান অবস্থাকে "খালি-নীড়ের সিনড্রোম" উল্লেখ করে বলেন, মার্কিন সরকারের জন্য ইসরাইলের প্রতি তার দীর্ঘদিনের সমর্থন বাদ দেয়া কঠিন। কিন্তু মধ্যপ্রাচ্য নিয়ে আমেরিকা যে নীতি অনুসরণ করে আসছে তা নতুন করে ভেবে দেখা দরকার।#
পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।