পরমাণু নিরস্ত্রীকরণে নেতৃত্ব দেয়ার যোগ্য নয় আমেরিকা: ইরান
https://parstoday.ir/bn/news/world-i126508-পরমাণু_নিরস্ত্রীকরণে_নেতৃত্ব_দেয়ার_যোগ্য_নয়_আমেরিকা_ইরান
জাপানের হিরোশিমা নগরীতে অ্যাটম বোমা বর্ষণের ৭৮তম বার্ষিকীতে ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে আমেরিকা নেতৃত্ব দেয়ার যোগ্য নয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৬, ২০২৩ ১৯:৪৩ Asia/Dhaka
  • পরমাণু নিরস্ত্রীকরণে নেতৃত্ব দেয়ার যোগ্য নয় আমেরিকা: ইরান

জাপানের হিরোশিমা নগরীতে অ্যাটম বোমা বর্ষণের ৭৮তম বার্ষিকীতে ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে আমেরিকা নেতৃত্ব দেয়ার যোগ্য নয়।

তেহরান বলেছে, আমেরিকা হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যারা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পরমাণু বোমা বর্ষণ করেছে এবং কয়েক লাখ মানুষ হতাহত হয়েছে।  এছাড়া, ইহুদিবাদী ইসরাইল যে পরমাণু অস্ত্র তৈরি করেছে তার প্রধান সমর্থক হচ্ছে আমেরিকা। সে ক্ষেত্রে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় আমেরিকা কোনভাবেই নেতৃত্ব দিতে পারে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (রোববার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এ বিষয়ে জোরালোভাবে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, “পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আমেরিকার কালো ইতিহাস রয়েছে। তারা ইহুদিবাদী ইসরাইলকে বিশাল অস্ত্র তৈরির ক্ষেত্রে সহযোগিতা দিয়েছে। এরপরও কী তারা পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার ব্যাপারে ঝাণ্ডাবাহিক হতে পারে?”
ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে আমেরিকা যে প্রশ্ন তুলে আসছে তা প্রত্যাখ্যান করে নাসের কানয়ানি বলেন, ইচ্ছাকৃতভাবে ওয়াশিংটন বিশাল মিথ্যা কথা বলছে।
১৯৪৫ সালের ৬ আগস্ট আমেরিকা জাপানের হিরোশিমা শহরে পরমাণু বোমা হামলা চালায় যাতে ওই বছর শেষে মৃতের সংখ্যা এক লাখ চল্লিশ হাজারে দাঁড়ায়। আর ৯ আগস্ট নাগাসাকি শহরে যে বোমা হামলা চালানো হয় তাতে নিহত হয়েছিল ৭০ হাজার মানুষ।#
পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন