আদালতের রায়কে হাস্যকর বলল ইমরান খানের দল, আপিলের আবেদন
https://parstoday.ir/bn/news/world-i126520-আদালতের_রায়কে_হাস্যকর_বলল_ইমরান_খানের_দল_আপিলের_আবেদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে স্থানীয় আদালতের রায়কে হাস্যকর বলে মন্তব্য করেছে তার রাজনৈতিক দল তেরিক-ই-ইনসাফ পার্টি বা পিটিআই। দুর্নীতির অভিযোগে ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ওই আদালত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৭, ২০২৩ ১০:৩৯ Asia/Dhaka
  • আদালতের রায়কে হাস্যকর বলল ইমরান খানের দল, আপিলের আবেদন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে স্থানীয় আদালতের রায়কে হাস্যকর বলে মন্তব্য করেছে তার রাজনৈতিক দল তেরিক-ই-ইনসাফ পার্টি বা পিটিআই। দুর্নীতির অভিযোগে ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ওই আদালত।

এ বিষয়ে গতকাল (রোববার) পিটিআই ঘোষণা করেছে যে, তারা এরইমধ্যে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছে। স্থানীয় আদালত ইমরান খানকে শুধু তিন বছরের কারাদণ্ডই দেয়নি, তাকে আগামী পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধও করেছে।
ইমরান খানের আইনজীবী দলের সদস্য বাবর আওয়ান বলেন, “ভুয়া আদালত যে রায় দিয়েছে তা অত্যন্ত হাস্যকর। ইমরান খান দেশের সংবিধান অনুযায়ী ন্যায়বিচার পাননি, যে সংবিধান প্রত্যেক নাগরিককে ন্যায় বিচার পাওয়ার অধিকার দিয়েছে।”
বাবর আওয়ান আরো বলেন, উচ্চ আদালতে যে আপিল আবেদন করা হয়েছে তা বিবেচনায় নিলে ইমরান খান অবশ্যই মুক্তি পাবে এবং তার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তা বাতিল হবে।
লাহোর আদালতের রায়ের পরপরই পুলিশ ইমরান খানের লাহোর শহরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রধানমন্ত্রী হিসেবে তিনি যেসব উপহার পেয়েছেন তা তিনি ব্যক্তিগত সম্পদ হিসেবে বিক্রি করে দিয়েছেন বলে ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ইমরান খানের বিরুদ্ধে এ পর্যন্ত প্রায় ১৫০টি মামলা করা হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন